
ফ্রান্সের কাছ থেকে আরও ২৬টি রাফাল জঙ্গিবিমান কিনছে ভারত। এই বিষয়ে আলোচনা হয়েছিল আগেই। সোমবার এই সংক্রান্ত চুক্তিতে সই করেছে ভারত। ২৬টি বিমান ৬৩ হাজার কোটি রুপি দিয়ে কেনা হচ্ছে। তা তুলে দেওয়া হবে ভারতীয় বাহিনীর হাতে। খবর এনডিটিভি অনলাইনের।
পাকিস্তান সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করায় ভারতকে যুদ্ধের হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে ভারতীয় সেনাবাহিনীর শক্তিবৃদ্ধিকে ‘ইতিবাচক’ হিসেবে দেখছেন স্থানীয় বিশেষজ্ঞরা। ভারতের পুরনো আমলের মিগ-২১ বিমানগুলো ধাপে ধাপে বাতিল হয়েছে। ভারতীয় বিমান বাহিনীর হাতে ৪২টি ফাইটার স্কোয়াড্রন থাকার কথা। কিন্তু তা এখন ৩২-এ নেমে এসেছে। ফলে ফ্রান্সের সঙ্গে ২৬টি জঙ্গিবিমানের চুক্তি স্বাক্ষর করে খাতা-কলমে বিষয়টি পাকা করতে মরিয়া নয়াদিল্লি। এই যুদ্ধবিমানগুলো ব্যবহৃত হবে বিমানবাহী রণতরী ‘আইএনএস বিক্রান্ত’-এ। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ওই যুদ্ধজাহাজে বর্তমানে রাশিয়ার তৈরি মিগ-২৯ যুদ্ধবিমান ব্যবহার করা হচ্ছে। রাফাল হাতে পেলে এই যুদ্ধবিমানগুলোকেও ধীরে ধীরে অবসরে পাঠাবে নয়াদিল্লি। ফ্রান্সের কাছ থেকে এর আগে ৩৬টি রাফাল জঙ্গিবিমান কিনেছিল ভারত। ২০১৬ সালের চুক্তিতে ভারতে আসা সেই যুদ্ধবিমানগুলো ব্যবহার করছে দেশটির বিমান বাহিনী। কাশ্মীর হামলার পরিপ্রেক্ষিতে ‘শক্তিপ্রদর্শন’ শুরু করেছে ভারতীয় নৌবাহিনী।
প্যানেল