ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

শহীদ আফ্রিদি

ভারত নিজের জনগণকে হত্যা করে পাকিস্তানের ওপর দোষ চাপায়

প্রকাশিত: ১৮:৩১, ২৮ এপ্রিল ২০২৫

ভারত নিজের জনগণকে হত্যা করে পাকিস্তানের ওপর দোষ চাপায়

ছবি: সংগৃহীত

কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্ক আরও তিক্ত হয়ে উঠেছে। হামলার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে, যার প্রভাব পড়েছে ক্রীড়া ক্ষেত্রেও। সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলী এরই মধ্যে পাকিস্তানের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার পক্ষে মত দিয়েছেন। এবার পাল্টা প্রতিক্রিয়া জানালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।

স্থানীয় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে শহীদ আফ্রিদি ভারতের সরকার এবং সেনাবাহিনীর বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, "ভারত নিজের জনগণকে হত্যা করে, তারপর দোষ পাকিস্তানের ওপর চাপায়। পেহেলগামে এক ঘণ্টা ধরে মানুষ হত্যা চলছিল, অথচ ৮ লাখ ভারতীয় সেনার কেউই ঘটনাস্থলে উপস্থিত হয়নি। পরে যখন তারা এল, তখন দোষ চাপাল পাকিস্তানের ওপর।"

তিনি জোর দিয়ে বলেন, "কোনো দেশ কিংবা ধর্ম সন্ত্রাসবাদকে সমর্থন করে না। ইসলাম শান্তির ধর্ম, আর পাকিস্তান কখনোই এ ধরনের বর্বর কাজকে সমর্থন করে না। বরং পাকিস্তান সবসময় ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করে এসেছে।"

ভারতের গণমাধ্যমের ভূমিকা নিয়েও আফ্রিদি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, "হামলার মাত্র এক ঘণ্টার মধ্যেই ভারতের মিডিয়া যেন পুরো বলিউড সিনেমা বানিয়ে ফেলল। খোদার জন্য, সবকিছু বলিউড বানাবেন না। আমি বিস্মিত হয়েছিলাম, এমনকি উপভোগ করছিলামও, তারা যেভাবে ঘটনা উপস্থাপন করছিল।"

পেহেলগাম হামলার জেরে দুই দেশের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে, তা এখন রাজনীতি থেকে ক্রীড়াঙ্গন পর্যন্ত ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক মহল এই উত্তেজনা প্রশমনের আহ্বান জানালেও, আপাতত পরিস্থিতি শান্ত হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

ফারুক

×