ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

পাকিস্তান হাইকমিশনে হামলা

প্রকাশিত: ১৬:৪১, ২৮ এপ্রিল ২০২৫; আপডেট: ১৬:৪৪, ২৮ এপ্রিল ২০২৫

পাকিস্তান হাইকমিশনে হামলা

ছবি: সংগৃহীত।

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের পাকিস্তান হাইকমিশনে হামলার ঘটনা ঘটেছে। পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, হাইকমিশনের বাইরে শত শত ভারতীয় বিক্ষোভকারীর প্রতিবাদ সমাবেশের পর এই হামলা চালানো হয়।

রোববার এক প্রতিবেদনে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানায়, হামলার সময় হাইকমিশনের জানালার কাচ ভেঙে ফেলা হয় এবং ভবনের বাইরের দেয়াল ও ফলকে গেরুয়া রঙের পেইন্ট ছুড়ে মারা হয়। এতে সেখানে বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।

ঘটনার পর হাইকমিশনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সঙ্গে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি একটি “নিরপেক্ষ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য” তদন্তের আহ্বান জানান এবং প্রয়োজনে পাকিস্তানের পক্ষ থেকেও তদন্তে সহযোগিতা করার কথা জানিয়েছেন।

বিক্ষোভ চলাকালে পুলিশের হস্তক্ষেপে সহিংসতার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। একই সময় পাকিস্তান সমর্থকরাও পাল্টা বিক্ষোভে অংশ নেন।

সম্প্রতি ভারতশাসিত জম্মু ও কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন ভারতীয় নিহত হওয়ার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এর পরিপ্রেক্ষিতে নয়াদিল্লি সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে এবং জবাবে পাকিস্তান ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য তাদের আকাশপথ বন্ধ করে দিয়েছে।

সায়মা ইসলাম

×