
ছবি: সংগৃহীত
জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা তৈরি হয়েছে। এই পটভূমিতে, দুই দেশের প্রতি দায়িত্বশীল সমাধানের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। সামরিক সংঘাতের আশঙ্কা তৈরি হওয়ায় বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে ওয়াশিংটন।
সোমবার (২৮ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্স এবং দ্য নিউজ ইন্টারন্যাশনাল প্রকাশিত পৃথক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
রোববার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, তারা কাশ্মির পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং ভারত ও পাকিস্তান — উভয় দেশের সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।
পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র রয়টার্সকে বলেন, "এটি একটি চলমান পরিস্থিতি। আমরা ঘনিষ্ঠভাবে অগ্রগতি পর্যবেক্ষণ করছি এবং ভারত ও পাকিস্তানের সাথে নিয়মিত যোগাযোগ বজায় রাখছি। যুক্তরাষ্ট্র সব পক্ষকে দায়িত্বশীল সমাধানের দিকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করছে।"
এছাড়া, পেহেলগামে সন্ত্রাসী হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র ভারতকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছে এবং এ ঘটনাকে 'জঘন্য সন্ত্রাসী হামলা' হিসেবে অভিহিত করেছে। তবে পাকিস্তানকে সরাসরি দায়ী করে এখনো কোনো মন্তব্য করেনি ওয়াশিংটন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র আরও বলেন, "যুক্তরাষ্ট্র ভারতকে সমর্থন জানায় এবং পেহেলগামে ঘটে যাওয়া ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার কঠোর নিন্দা করে।"
এই অবস্থান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাম্প্রতিক মন্তব্যের প্রতিফলন হিসেবেই দেখা হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলও দক্ষিণ এশিয়ার এই দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা কমানোর উদ্যোগের দিকে তাকিয়ে আছে।
ফারুক