ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

পাকিস্তানের ভয়ে ভারতীয় জেনারেলদের মিটিং ত্যাগের ভাইরাল ভিডিও সম্পর্কে যা জানা গেল

প্রকাশিত: ১৩:০৫, ২৮ এপ্রিল ২০২৫; আপডেট: ১৩:০৬, ২৮ এপ্রিল ২০২৫

পাকিস্তানের ভয়ে ভারতীয় জেনারেলদের মিটিং ত্যাগের ভাইরাল ভিডিও সম্পর্কে যা জানা গেল

ছবিঃ সংগৃহীত

কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর সাম্প্রতিক হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক ও সামরিক উত্তেজনা চরমে উঠেছে। সীমান্তে গুলি বিনিময়, দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ চুক্তি বাতিল, আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা এবং নাগরিকদের ভিসা বাতিলের মতো একাধিক পদক্ষেপ ইতোমধ্যেই নেওয়া হয়েছে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিও, যা নতুন করে বিভ্রান্তি তৈরি করেছে।

ভিডিওটিতে দেখা যায়, ভারতের সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা একটি বৈঠক থেকে বেরিয়ে যাচ্ছেন। ক্যাপশনে দাবি করা হয়, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে অক্ষম বলেই তারা বৈঠক ত্যাগ করেছেন। ভিডিওতে আরও দেখা যায়, এক বেসামরিক ব্যক্তি সেনাবাহিনীকে উদ্দেশ করে শ্লেষাত্মক মন্তব্য করছেন। ভিডিওটি ১৯ সেকেন্ড দীর্ঘ এবং ভাইরাল হয়েছে এক্স (পূর্বে টুইটার) ও ফেসবুকে, এমনকি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসীর ভেরিফায়েড ফ্যান পেজ থেকেও এটি শেয়ার করা হয়েছে।

তবে অনুসন্ধানে জানা গেছে, ভিডিওটি সাম্প্রতিক কোনো ঘটনার নয়। ফ্যাক্টচেক বলছে, এটি ২০২৫ সালের মার্চ মাসের ২৫ তারিখে পাঞ্জাব সরকারের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত একটি ভিডিওর অংশ। ভিডিওটি ছিল একটি যৌথ সংবাদ সম্মেলনের, যেখানে পাঞ্জাব পুলিশের মহাপরিচালক গৌরব যাদব ও সেনাবাহিনীর উচ্চপদস্থ এক কর্মকর্তা অংশ নেন। সেই সংবাদ সম্মেলনের পটভূমি ছিল ভারতের পাতিয়ালায় এক রেস্তোরাঁয় গাড়ি পার্কিং নিয়ে সেনাবাহিনীর কর্নেল পুষ্পিন্দর সিং বাথ ও তার ছেলেকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে।

ভিডিওর যে অংশটি ভাইরাল হয়েছে, তা মূলত ওই সংবাদ সম্মেলনের শেষভাগের। যেখানে একজন সাধারণ নাগরিক সেনাবাহিনীকে উদ্দেশ্য করে ক্ষোভ প্রকাশ করেন। এই ভিডিওর সাথে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ বা কাশ্মীর হামলার কোনো সংযোগ নেই।

তথ্যসূত্রঃ https://youtu.be/JFkgWEXw91E?si=_VgkVWAkDE6n0o01

মারিয়া

×