
পেহেলগাম হামলা নিয়ে প্রতিবেদনে সন্ত্রাসীদের "জঙ্গী" আখ্যা দেওয়ার নিন্দা জানিয়ে ভারতের সরকার বিবিসিকে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে।
কর্মকর্তারা বলেন, "স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশ অনুযায়ী, জম্মু ও কাশ্মীরের পেহেলগাম সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে উস্কানিমূলক ও সাম্প্রদায়িকভাবে স্পর্শকাতর কনটেন্ট, মিথ্যা ও বিভ্রান্তিকর বর্ণনা এবং ভারতের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর কারণে ভারত সরকার পাকিস্তানি ইউটিউব চ্যানেলগুলোকে নিষিদ্ধ করেছে।"
এদিকে, সরকার পাকিস্তানের ১৬টি ইউটিউব চ্যানেলও ব্লক করেছে, যেগুলো ভারতের বিরুদ্ধে প্রচার চালাচ্ছিল। ব্লক করা চ্যানেলগুলোর মধ্যে রয়েছে ডন নিউজ, ইরশাদ ভাট্টি, সামা টিভি, এআরওয়াই নিউজ, বোল নিউজ, রাফতার, দ্য পাকিস্তান রেফারেন্স, জিও নিউজ, সামা স্পোর্টস, জিএনএন, উজায়ের ক্রিকেট, উমর চিমা এক্সক্লুসিভ, আসমা শিরাজি, মুনিব ফারুক, শুনো নিউজ এবং রাজি নামা।
মুমু