ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

ইসরায়েলের সামরিক ব্যয় ৬৫ শতাংশ বৃদ্ধি কিসের ইঙ্গিত?

প্রকাশিত: ১২:০১, ২৮ এপ্রিল ২০২৫; আপডেট: ১২:০৫, ২৮ এপ্রিল ২০২৫

ইসরায়েলের সামরিক ব্যয় ৬৫ শতাংশ বৃদ্ধি কিসের ইঙ্গিত?

ছবি সংগৃহীত

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট জানায়, ২০২৪ সালে বৈশ্বিক সামরিক ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ২.৭২ ট্রিলিয়ন ডলার। যা কুল্ড ওয়ার শেষ হওয়ার পর থেকে সর্বোচ্চ বার্ষিক বৃদ্ধির হার হিসেবে চিহ্নিত হয়েছে।

ইসরায়েলের সামরিক ব্যয় ২০২৪ সালে ৪৬.৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা ২০২৩ সালের তুলনায় ৬৫ শতাংশ বেশি এবং "১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধের পর সবচেয়ে বড় বার্ষিক বৃদ্ধি" হিসেবে বিবেচিত হচ্ছে জানিয়েছে SIPRI।

ইসরায়েলের সামরিক বোঝা (মিলিটারি বারডেন) তাদের মোট দেশজ উৎপাদনের (GDP) ৮.৮ শতাংশে পৌঁছেছে, যা বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ।

এছাড়া, লেবাননের সামরিক ব্যয়ও ২০২৪ সালে ৫৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ৬৩৫ মিলিয়ন ডলার হয়েছে, যদিও এটি ইসরায়েলের তুলনায় অনেক কম।

সিপিআরআই আরও জানায়, ইরানের সামরিক ব্যয় ২০২৪ সালে ১০ শতাংশ কমে ৭.৯ বিলিয়ন ডলার হয়েছে।

আশিক

×