
ছবি সংগৃহীত
ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে সৈন্য পাঠানোর বিষয়ে প্রথমবারের মতো নিশ্চিত করেছে উত্তর কোরিয়া। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ এক প্রতিবেদনে জানিয়েছে, দেশটির সেনারা ইউক্রেনের কুরস্ক সীমান্ত অঞ্চল ‘পুরোপুরি মুক্ত’ করতে রাশিয়ান বাহিনীকে সহায়তা করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার সেনারা এই কাজটি দেশটির নেতা কিম জং-আনের নির্দেশে করেছে। রাশিয়ার চীফ অফ স্টাফ ভ্যালেরি গেরাসিমভও তাদের বীরত্বের প্রশংসা করেছেন।
রাশিয়া দাবি করেছে, তারা কুরস্ক অঞ্চলে নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে। তবে ইউক্রেন এই দাবির তীব্র বিরোধিতা করেছে।
এদিকে, দক্ষিণ কোরিয়া ও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘদিন ধরে বলে আসছিলো যে, উত্তর কোরিয়া গত বছর কুরস্ক অঞ্চলে সৈন্য পাঠিয়েছে।
আশিক