
ছবি: সংগৃহীত
টেক দুনিয়ার কিংবদন্তি বিল গেটস হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা ছেড়ে মাইক্রোসফট প্রতিষ্ঠা করেছিলেন। তবে তার কন্যা ফিবি গেটস যখন একই পথে হাঁটতে চেয়েছিলেন, তখন বাবা বিল গেটসই তাকে সেই সিদ্ধান্ত থেকে নিরুৎসাহিত করেন।
"আমি কখনও বাবাকে মাইক্রোসফট শুরু করা নিয়ে কথা বলতে শুনিনি," ফিবি বলেন তার পডকাস্ট 'দ্য বার্নআউটস'-এ, যা সম্প্রচারিত হয় ১ এপ্রিল। "আমি সবসময় মনে করি, উনি ফাউন্ডেশন নিয়ে বেশি কথা বলতেন। যখন আমি নিজে একটি স্টার্টআপ শুরু করতে চেয়েছিলাম, তখন তিনি বলেছিলেন, 'তুমি কি সত্যি এটা করতে চাও?'"
পড়াশোনা শেষ করার জন্য বাবা-মায়ের জোর
বিজনেস ইনসাইডারের মতে, ফিবি জানান, কলেজ ছেড়ে ব্যবসা শুরু করার ইচ্ছা প্রকাশ করলে তার বাবা-মা অত্যন্ত সতর্ক প্রতিক্রিয়া দেখান।
"তারা বলেছিলেন, 'তুমি তোমার ডিগ্রি শেষ না করে এভাবে হুট করে কোম্পানি শুরু করতে পারবে না।'"
ফিবি মজার ছলে বলেন, "এটা খুবই মজার, কারণ আমার বাবা নিজেই তো এমনটা করেছিলেন, আর তার কারণেই আমি স্ট্যানফোর্ডে পড়তে পারছি বা আমার টিউশন ফি মিটছে।"
নিজেকে প্রমাণের চাপ অনুভব করেছিলেন ফিবি
স্ট্যানফোর্ডে প্রথম ভর্তি হওয়ার সময় পারিবারিক পটভূমির কারণে অনেক অনিরাপত্তা আর নিজেকে প্রমাণ করার চাপ অনুভব করেছিলেন ফিবি।
"আমার মনে হয়েছিল, আমার এত সুবিধা আছে যে আমাকে নিজেকে প্রমাণ করতেই হবে," তিনি স্বীকার করেন।
ফিবি 'নেপো বেবি' বা পারিবারিক প্রভাবের সুবিধাভোগী হওয়ার অনুভূতির কথাও অকপটে প্রকাশ করেন।
২২ বছর বয়সী ফিবি গেটস গত বছর মানব জীববিজ্ঞান বিষয়ে স্ট্যানফোর্ড থেকে আগেভাগে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। জুন মাসে 'নাইলন' ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, মায়ের জন্যই ডিগ্রি শেষ করার অনুপ্রেরণা পেয়েছিলেন, কারণ তার মা মেলিন্ডা গেটস গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে ভাষণ দিয়েছিলেন।
বিল গেটসের সন্তানরা পাবে সম্পদের সামান্য অংশ
ফিবি বিল এবং মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসের সর্বকনিষ্ঠ সন্তান। ২০২১ সালে ২৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন এই দম্পতি। ফিবির দুই বড় ভাইবোন হলেন জেনিফার এবং ররি।
সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে বিল গেটস (৬৯) জানান, তার বিশাল সম্পদের খুব সামান্য অংশ, ১ শতাংশেরও কম, তার তিন সন্তান পাবেন। ফোর্বস-এর তথ্য অনুযায়ী, ১৪ এপ্রিল পর্যন্ত বিল গেটসের সম্পদের পরিমাণ ছিল ১০৭.৫ বিলিয়ন মার্কিন ডলার। এই হিসেবে, ১ শতাংশেরও কম অংশ পেলেও প্রত্যেক সন্তান এক বিলিয়ন ডলারের বেশি পাবে।
সূত্র: https://e.vnexpress.net/news/tech/tech-news/tech-billionaire-bill-gates-opposes-his-youngest-daughter-phoebe-gates-to-drop-out-of-college-for-entrepreneurship-4878735.html
আবীর