
ছবি সংগৃহীত
কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর ফের ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। রবিবার (২৭ এপ্রিল) রাতের এই ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সোমবার (২৮ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, টানা চাররাত ধরে কাশ্মীর সীমান্তে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে। ভারতীয় সেনাবাহিনীর দাবি, জম্মু ও কাশ্মিরের কুপওয়ারা ও পুঞ্চ জেলার নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তানি সেনারা বিনা উসকানিতে ছোট অস্ত্র দিয়ে গুলি চালিয়েছে। এর পাল্টা জবাবে ভারতীয় সেনারা তাৎক্ষণিক এবং কার্যকর প্রতিক্রিয়া জানিয়েছে।
ভারতীয় সেনারা আরও দাবি করেছে, এই প্রথমবারের মতো পুঞ্চ সেক্টরে পাকিস্তান সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে। তবে পাকিস্তানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পাকিস্তানি সংবাদমাধ্যমেও এ বিষয়ে কোনো বিবরণ প্রকাশ হয়নি।
অন্যদিকে, চীনা সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, ভারতীয় সেনারা কোনো ধরনের প্ররোচনা ছাড়াই প্রথমে গুলি চালিয়েছে এবং এরপর পাকিস্তানি সেনারা পাল্টা জবাব দিয়েছে।
আশিক