ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

কাশ্মীর হামলার পর

ভারত-পাকিস্তানকে কী বার্তা দিল যুক্তরাষ্ট্র?

প্রকাশিত: ০৮:৩৫, ২৮ এপ্রিল ২০২৫

ভারত-পাকিস্তানকে কী বার্তা দিল যুক্তরাষ্ট্র?

ছবি সংগৃহীত

জম্মু-কাশ্মীরে সাম্প্রতিক হামলা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। রবিবার (২৭ এপ্রিল) দেশটির পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে ভারতের পেহেলগামে হামলার ঘটনার গভীর পর্যবেক্ষণ চলছে জানিয়ে ভারত ও পাকিস্তান উভয় পক্ষকে দায়িত্বশীল সমাধানের পথে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।

পেহেলগামে ২২ এপ্রিলের হামলার পর যুক্তরাষ্ট্র সরাসরি ভারতকে সমর্থন জানালেও পাকিস্তানকে প্রকাশ্যে কোনো সমালোচনা করেনি। ভারত সরাসরি এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে, যদিও পাকিস্তান সেই অভিযোগ অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।

রয়টার্সকে ইমেইলে পাঠানো এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জানান, "এই পরিস্থিতি পরিবর্তনশীল। আমরা বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছি এবং ভারত ও পাকিস্তান উভয় দেশের সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি।"

মুখপাত্র আরও বলেন, "আমরা সব পক্ষকে দায়িত্বশীল ও শান্তিপূর্ণ সমাধানের জন্য উৎসাহিত করছি।" তিনি আরও উল্লেখ করেন, "ওয়াশিংটন ভারতের পাশে রয়েছে এবং পেহেলগামে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে। খবর রয়টার্স

আশিক

সম্পর্কিত বিষয়:

×