ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

নতুন যুদ্ধের দ্বারপ্রান্তে লেবানন ও ইসরায়েল!

প্রকাশিত: ০৮:২৪, ২৮ এপ্রিল ২০২৫

নতুন যুদ্ধের দ্বারপ্রান্তে লেবানন ও ইসরায়েল!

ছবি সংগৃহীত

ইসরায়েল আবারও বৈরুতের দক্ষিণ উপশহরে বিমান হামলা চালিয়েছে। রবিবারের এ হামলার আগে অঞ্চলটিতে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার জন্য একটি সতর্কতা জারি করা হয়। গত বছরের নভেম্বরে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যে অস্ত্রবিরতির চুক্তি হয়েছিল, তার পর বৈরুতে এটি তৃতীয় হামলা।

হামলার পর বিশাল ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠে যায়। এখন পর্যন্ত হতাহতের বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ইসরায়েলের এই হামলার তীব্র নিন্দা জানিয়ে ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করে হামলা বন্ধ করায়। উল্লেখ্য, ফ্রান্স ও যুক্তরাষ্ট্র ছিল ২৭ নভেম্বরের অস্ত্রবিরতি চুক্তির প্রধান গ্যারান্টর। প্রেসিডেন্ট আউন বলেন, "ইসরায়েল লেবাননের স্থিতিশীলতা নষ্ট করছে এবং গোটা অঞ্চলের জন্য নিরাপত্তার মারাত্মক ঝুঁকি সৃষ্টি করছে।"

স্থানীয় সংবাদমাধ্যমগুলো হামলার পরপরই প্রচুর ভিডিও প্রকাশ করেছে, যেগুলোর সত্যতা আল জাজিরা নিশ্চিত করেছে। প্রতিবেদক জেইনা খোদর জানান, হামলার স্থানজুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। ভবনের জানালাগুলো ভেঙে পড়েছে, রাস্তায় কাঁচের টুকরা ছড়িয়ে আছে এবং গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও বলেন, এই হামলা কোনো উস্কানি ছাড়াই চালানো হয়েছে।

আশিক

×