
ছবি: সংগৃহীত
কাশ্মীর ইসুতে ভারত-পাকিস্তানের উত্তেজনার মধ্যেই লন্ডনে পাকিস্তান হাইকমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলাকারীরা ভারতীয় নাগরিক বলে জানা গেছে।
রোববার (২৭ এপ্রিল) পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভি নিউজ এ তথ্য জানায়। দূতাবাসের কর্মকর্তাদের বরাতে সংবাদমাধ্যমটি আরও জানায়, এ ঘটনায় অনেক আর্থিক ক্ষতি হয়েছে।
এর একদিন আগে দূতাবাসের বাইরে শত শত ভারতীয়রা বিক্ষোভ করে। সেসময় সহিংসতায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছিল স্থানীয় পুলিশ।
লন্ডনে পাকিস্তান হাইকমিশনে এ ধরনের হামলার নিন্দা জানিয়েছেন পাকিস্তান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। হাইকমিশনে হামলার এ ঘটনায় তিনি নিরপেক্ষ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্তের আহ্বান জানিয়েছেন। এছাড়া, এ ধরনের যেকোনো তদন্তে ইসলামাবাদের অংশগ্রহণের প্রস্তাব দিয়েছেন।
এর আগে গত শুক্রবার পাকিস্তানের সিনেট সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাস করে। প্রস্তাবে পেহেলগামে হামলার সঙ্গে পাকিস্তানের যোগসূত্র আছে দাবি করে ভারতের যে অভিযোগ, তা প্রত্যাখ্যান করা হয়েছে। এসব অভিযোগকে ভিত্তিহীন এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করা হয়েছে।
সূত্র: https://www.youtube.com/watch?v=E7hk7W8nNxA
রাকিব