
দক্ষিণ কাশ্মীরে আরও তিনজন সন্দেহভাজন সন্ত্রাসীর বাসভবন ভেঙে দিয়েছে নিরাপত্তা বাহিনী। এর ফলে ২২ এপ্রিল পেহেলগাম সন্ত্রাসী হামলার পর থেকে ভেঙে ফেলা বাড়ির সংখ্যা দাঁড়ালো নয়টিতে, রোববার (২৮ এপ্রিল) কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
সন্দেহভাজন সন্ত্রাসীদের বিরুদ্ধে চলমান এই অভিযান জম্মু ও কাশ্মীরের রাজনৈতিক নেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেছেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। অন্যদিকে পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) প্রধান ও সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি সন্ত্রাসবিরোধী অভিযানে সাধারণ নাগরিক ও সন্ত্রাসীদের মধ্যে পার্থক্য করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। পাহেলগাম হামলায় ২৬ জন নিহত হয়েছিলেন।
কর্মকর্তাদের বরাতে জানা গেছে, ২৬ থেকে ২৭ এপ্রিলের মধ্যবর্তী রাতে তিনটি সন্দেহভাজন সন্ত্রাসীর বাড়ি ভেঙে ফেলা হয়। এগুলো হলো শোপিয়ানের জয়নাপোরা এলাকার আদনান শফি দার-এর বাড়ি, পুলওয়ামার দরামদোরা এলাকার আমির নাজির-এর বাড়ি এবং বান্দিপোরা জেলার নাজ কলোনি এলাকার জামিল আহমদ-এর বাড়ি।
সূত্র: হিন্দুস্তান টাইমস
মুমু