
ছবি সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন, গত ডিসেম্বর মাসে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উদ্ধারের জন্য ইরান কয়েকটি বিমান পাঠিয়েছিল। কিন্তু ইসরায়েল তার পথ আটকে দেয়।
রবিবার রাতে এক বক্তব্যে নেতানিয়াহু জানান, "ইরান আসাদকে বাঁচানোর জন্য বিমান পাঠিয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল সিরিয়ায় এক বা দুইটি এয়ারবর্ন ডিভিশন পাঠানো। আমরা তা থামিয়ে দিয়েছিলাম।" তিনি আরও বলেন, "আমরা কিছু F-16 যুদ্ধবিমান পাঠিয়েছিলাম, যা ইরানী বিমানগুলির রুট বদলে দেয় এবং সেগুলি ফিরে আসে।" তবে তিনি এর বেশি কোনো বিস্তারিত তথ্য প্রদান করেননি।
এ ব্যাপারে ইরান থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গত ৮ ডিসেম্বর, সিরিয়ার রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ বিরোধী বাহিনীর হাতে চলে যাওয়ার পর বাশার আল-আসাদ একটি রুশ বিমান দিয়ে সিরিয়া ত্যাগ করেন।
আশিক