ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশকেও পানি না দেওয়ার আহ্বান বিজেপি এমপির

প্রকাশিত: ০৭:৩১, ২৮ এপ্রিল ২০২৫

পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশকেও পানি না দেওয়ার আহ্বান বিজেপি এমপির

ছবি : সংগৃহীত


কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে ভারত পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে। এর অংশ হিসেবে সিন্ধু নদীর পানি বণ্টন চুক্তি স্থগিত করা হয়েছে। তবে এই প্রেক্ষাপটে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সংসদ সদস্য নিশিকান্ত দুবে বাংলাদেশের সাথে পানি সরবরাহ বন্ধ করারও আহ্বান জানিয়েছেন, যা একটি বিতর্কিত দাবি হিসেবে উঠে এসেছে। রবিবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেতে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, দুবে ১৯৯৬ সালের গঙ্গা পানি বণ্টন চুক্তিকে "ভুল সিদ্ধান্ত" আখ্যা দিয়ে বলেন, এই চুক্তি সংশোধনের সময় এসেছে।  

 

দুবে আরও অভিযোগ করেন যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বার যোগসূত্র রয়েছে। এজন্য তিনি ভারত-বাংলাদেশ সীমান্তে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদারেরও পরামর্শ দেন। তার এই বক্তব্যে তিনি বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ববর্তী মন্তব্যগুলোকে সমর্থন হিসেবে উপস্থাপন করেন, যেখানে তারা বাংলাদেশকে পানি সরবরাহ সীমিত করার পক্ষে মত দিয়েছিলেন।  

 

পেহেলগাম হামলার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক কঠোর ব্যবস্থা নিয়েছে। এর মধ্যে রয়েছে সিন্ধু পানি চুক্তি স্থগিতকরণ, পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা বাতিল, দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিত এবং আকাশপথে চলাচলে নিষেধাজ্ঞা। প্রতিক্রিয়ায় পাকিস্তানও ভারতীয় নাগরিকদের ভিসা প্রদান বন্ধ করেছে এবং ভারতীয় বিমানগুলোর জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে।  

 

 

বিজেপি নেতার এই বক্তব্য বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন উত্তেজনার সৃষ্টি করতে পারে। গঙ্গা পানি চুক্তি দুই দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক চুক্তি, যা নদীর পানি বণ্টনের মাধ্যমে কৃষি ও জনজীবনে স্থিতিশীলতা বজায় রাখে। এই চুক্তি বাতিল বা সংশোধনের দাবি উত্থাপন করা হলে তা অঞ্চলের জল কূটনীতিতে নতুন সংকট তৈরি করতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের বিবৃতি কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে অপ্রীতিকর প্রভাব ফেলতে পারে, বিশেষ করে যখন দুই দেশের মধ্যেই সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।  

আঁখি

×