ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

ইরানের বন্দরে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৪০

প্রকাশিত: ২২:৪৬, ২৭ এপ্রিল ২০২৫

ইরানের বন্দরে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৪০

ছবি সংগৃহীত

ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর বন্দর আব্বাসের কাছে দেশটির বৃহত্তম বাণিজ্যিক বন্দর শহীদ রাজিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) এই বিস্ফোরণে আরও এক হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। রবিবার ইরানের হরমুজগান প্রদেশের সরকারি কর্মকর্তার বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে প্রাদেশিক কর্মকর্তা মোহাম্মদ আশৌরি বলেছেন, "এখন পর্যন্ত ৪০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া আহতদের মধ্যে বেশিরভাগই স্থানীয় বাসিন্দা এবং বন্দরের শ্রমিক।" বিস্ফোরণের পর ব্যাপক অগ্নিকাণ্ড সৃষ্টি হয়, যা বন্দর ও তার আশপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি করে।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বিস্ফোরণের কারণে পার্শ্ববর্তী বহু ভবনের জানালা ও ছাদ উড়ে গেছে এবং বন্দরের আশপাশে রাখা গাড়িগুলোর অনেকটাই ধ্বংস হয়েছে। বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে, ৫০ কিলোমিটার দূরেও এর শব্দ শোনা গেছে। এখন পর্যন্ত ছয় জন নিখোঁজ রয়েছেন এবং উদ্ধার কাজ চলছে।

আশিক

×