
পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় সেন্ট পিটার্স ব্যাসিলিকায় সমবেত হয়েছিলেন বিশ্বনেতারা। তবে আনুষ্ঠানিক এই পরিবেশে বিশেষ আলোচনার জন্ম দেন মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার পোশাকের জন্য।
ভ্যাটিকানের নির্ধারিত কঠোর পোশাকবিধি ভেঙে ট্রাম্প হাজির হন গাঢ় নীল স্যুট ও হালকা নীল টাই পরে। বুকের উপর যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকার পিনও লাগানো ছিল। জানা গেছে, মূল অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা শেষে তিনি শেষকৃত্যানুষ্ঠানে না থেকে স্থান ত্যাগ করেন।
ভ্যাটিকানের নীতিমালায় পরিষ্কার বলা হয়েছে, অন্ত্যেষ্টিক্রিয়ার মতো শোকানুষ্ঠানে পুরুষদের কালো স্যুট, কালো টাই ও কালো বোতাম লাগানো পোশাক পরতে হবে। নারীদের জন্য নির্ধারিত ছিল ন্যূনতম অলঙ্কার, দীর্ঘকালো পোশাক, মানানসই ঘোমটা ও দস্তানা।
মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প অবশ্য ভ্যাটিকানের প্রথা মেনেই কালো পোশাক ও ঘোমটা পরিধান করেছিলেন।
এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ব্রিটিশ প্রিন্স উইলিয়ামও নীল স্যুট পরলেও তাদের পোশাক ছিল অধিক সংযত ও অনুষ্ঠানোপযোগী। বাইডেনকে অনুষ্ঠানে উগান্ডার ডেপুটি স্পিকারের সঙ্গে সেলফি তুলতেও দেখা যায়।
প্রিন্স উইলিয়াম ব্রিটেনের রাজা চার্লস তৃতীয়ের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন; চার্লস স্বাস্থ্যগত কারণে যুক্তরাজ্যে অবস্থান করছিলেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ভ্যাটিকানের পোশাক বিধি মেনে পুরোপুরি কালো পোশাক পরে উপস্থিত হন, যদিও টাই পরেননি।
ট্রাম্পের পোশাক নির্বাচন সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করে। বিশ্লেষক মলি প্লুফকিন্স এক্স প্ল্যাটফর্মে মন্তব্য করেন, "পুরুষদের জন্য গাঢ় স্যুট ও কালো টাই বাধ্যতামূলক ছিল, অথচ ট্রাম্প নীল স্যুট পরে হাজির হন।"
ট্রাম্পবিরোধী আইনজীবী রন ফিলিপকাউস্কি রসিক করে লেখেন, "পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় নীল স্যুট পরা এক ব্যক্তিকে দেখা গেছে। আন্দাজ করতে পারবেন কে?"
রাজু