
গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। শনিবার (২৬ এপ্রিল) দিনভর চালানো হামলায় আরও অন্তত ৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার সিভিল ডিফেন্স সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বার্তা সংস্থা সিনহুয়াকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বাসাল জানান, গাজার বিভিন্ন এলাকায় বেসামরিক আবাসিক ভবন, জনসমাগমের স্থান এবং শরণার্থীদের তাবুগুলো লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী হামলা চালায়। গাজা শহরের পশ্চিম ও দক্ষিণ অংশে দুটি বাড়িতে হামলায় অন্তত ১৩ জনের প্রাণহানি ঘটে।
উত্তর গাজার বেইত হানুন এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় আরও তিনজন নিহত হন। মধ্য গাজার আল-জাওয়াইদা শহরের একটি বাড়িতে হামলায় নিহত হন দুজন।
এছাড়া দেইল আল বালাহ শহরের একটি ক্যাফেতে হামলায় চারজন এবং মাঘাজি শরণার্থী শিবিরের উত্তরে জনসমাগমস্থলে হামলায় আরও পাঁচজন প্রাণ হারান।
মধ্য গাজার আল-জাওয়াইদা এবং খান ইউনিসের আল-মাওয়াশি এলাকায় ইসরায়েলি গোলাবর্ষণে আরও সাতজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন সিভিল ডিফেন্সের মুখপাত্র।
গাজার পরিস্থিতি ক্রমেই মানবিক সংকটের দিকে ধাবিত হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা।
রাজু