ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

জাতির উদ্দেশে ভাষণে

পাকিস্তানকে যে বার্তা দিলেন মোদি

প্রকাশিত: ১৯:৪৫, ২৭ এপ্রিল ২০২৫

পাকিস্তানকে যে বার্তা দিলেন মোদি

ছবি সংগৃহীত

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় গোটা ভারত উত্তপ্ত এমন মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার (২৭ এপ্রিল) 'মান কি বাত' অনুষ্ঠানে জাতির উদ্দেশে ভাষণে তিনি বলেন, "পেহেলগামের এই হামলা সন্ত্রাসের মদতদাতাদের হতাশা ও কাপুরুষতার বহিঃপ্রকাশ। প্রত্যেক ভারতীয়র রক্ত টগবগ করছে, প্রত্যেকেই স্বজন হারানোর বেদনা অনুভব করছে।"

তিনি বলেন, সংকটের এই সময়ে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পাশাপাশি তিনি হামলাকারীদের কঠিনতম শাস্তি নিশ্চিত করার আশ্বাস দেন। মোদি বলেন, "ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ন্যায়বিচার নিশ্চিত করা হবে। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ১৪০ কোটি ভারতীয়র ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। এই ঐক্যের ওপর নির্ভর করেই আমরা সন্ত্রাসবাদকে সম্পূর্ণভাবে পরাজিত করব।"

এছাড়া তিনি কাশ্মীরের সাম্প্রতিক উন্নয়নের প্রসঙ্গ টেনে বলেন, "কাশ্মীরে শান্তি ফিরছিল, স্কুল-কলেজগুলো ছিল সরব, উন্নয়নকাজ চলছিল দ্রুতগতিতে, পর্যটক সংখ্যা পৌঁছেছিল রেকর্ড পর্যায়ে। মানুষের আয় বাড়ছিল, তরুণদের জন্য নতুন নতুন সুযোগ তৈরি হচ্ছিল। এই অগ্রগতি দেশের শত্রুরা মেনে নিতে পারেনি।"

সূত্র: এনডিটিভির

আশিক

সম্পর্কিত বিষয়:

×