ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

তাইওয়ানে অবৈধভাবে থাকা চীনাদের ধরপাকড়, বাতিল হলো ২০ নাগরিকত্ব

প্রকাশিত: ১৯:৩৩, ২৭ এপ্রিল ২০২৫

তাইওয়ানে অবৈধভাবে থাকা চীনাদের ধরপাকড়, বাতিল হলো ২০ নাগরিকত্ব

তাইওয়ানে অবৈধভাবে বসবাসরত চীনা নাগরিকদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে দেশটির সরকার। ইতোমধ্যে ২০ জনের তাইওয়ানিজ নাগরিকত্ব বাতিল করা হয়েছে। পাশাপাশি হাজারো চীনা বংশোদ্ভূত তাইওয়ানবাসীর নথিপত্র তদন্তাধীন রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তাইওয়ানের প্রচলিত আইন অনুযায়ী, দেশটির নাগরিকদের চীনের নাগরিকত্ব গ্রহণ করার অনুমতি নেই। আইন লঙ্ঘন করায় অতীতেও অনেকের নাগরিকত্ব বাতিল করা হয়েছিল। তবে সম্প্রতি শুরু হওয়া অভিযানটি নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

সরকার প্রকাশ্যে তিনজন নারীর নাগরিকত্ব বাতিলের ঘোষণা দেওয়ায় সামাজিক অস্থিরতা দেখা দিয়েছে। বিশেষ করে তাদের মতো চীনে জন্ম নেওয়া, কিন্তু দীর্ঘদিন তাইওয়ানে বসবাসরত প্রায় ১০ হাজারেরও বেশি মানুষের ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে পড়েছে।

সমালোচকরা বলছেন, তাইওয়ান সরকার নাগরিক পরিচয়, আনুগত্য, রাজনৈতিক স্বাধীনতা ও জাতীয় নিরাপত্তার মধ্যে যথাযথ ভারসাম্য বজায় রাখতে পারছে না।

এই বিতর্কের সূচনা হয় গত ডিসেম্বরে প্রকাশিত একটি অনলাইন প্রামাণ্যচিত্র থেকে। সেখানে দাবি করা হয়, চীন গোপনে তাইওয়ানের নাগরিকদের নিজেদের নাগরিকত্ব দিচ্ছে। প্রামাণ্যচিত্রে দেখা যায়, তিনজন ব্যক্তি চীনের ফুজিয়ান প্রদেশে গিয়ে বসবাস শুরু করেন এবং চীনা নাগরিকত্বের জন্য আবেদন করেন।

এই তথ্য সামনে আসার পর, তাইওয়ান সরকার চীনের এমন পদক্ষেপের কঠোর সমালোচনা করে। তাইওয়ানের মেইনল্যান্ড অ্যাফেয়ার্স কাউন্সিল (MAC) মন্তব্য করে, চীন এই ধরনের কাজের মাধ্যমে তাইওয়ানের ওপর রাজনৈতিক চাপ ও কর্তৃত্ব বজায় রাখার অপচেষ্টা চালাচ্ছে।

 

রাজু

×