ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

বাংলাদেশ-পাকিস্তান কূটনৈতিক সম্পর্ক নিয়ে সুখবর!

প্রকাশিত: ১৬:৪৯, ২৭ এপ্রিল ২০২৫; আপডেট: ১৬:৫৪, ২৭ এপ্রিল ২০২৫

বাংলাদেশ-পাকিস্তান কূটনৈতিক সম্পর্ক নিয়ে সুখবর!

ছবি: সংগৃহীত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন আয়োজিত এক অনুষ্ঠানে দুই দেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্কের পুনঃউল্লেখ করা হয় এবং ভবিষ্যতে আরও গভীর সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানটির আয়োজন করেন বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন খান ও তার স্ত্রী রওশন নাহিদ। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ, যিনি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনের গুরুত্ব তুলে ধরেন। তিনি বাংলাদেশের সাম্প্রতিক সমাজ-অর্থনৈতিক অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন এবং বলেন, দুই দেশের জনগণের উন্নয়নের স্বার্থে পারস্পরিক সহযোগিতা আরও বাড়াতে হবে।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, "আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ককে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখি এবং অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতার ক্ষেত্রগুলোতে অংশীদারত্ব আরও গভীর করতে আগ্রহী।"

অনুষ্ঠানে হাইকমিশনার ইকবাল হোসেন খান বাংলাদেশের পক্ষ থেকে পাকিস্তানের সঙ্গে দৃঢ় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, অতিথিপরায়ণতা এবং বহুমাত্রিক সম্ভাবনার কথা তুলে ধরেন। পাশাপাশি দুই দেশের মধ্যে বোঝাপড়া ও পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন পাকিস্তানের ফেডারেল মন্ত্রীরা- অধ্যাপক আহসান ইকবাল চৌধুরী, ড. তারিক ফজল চৌধুরী, মইন ওয়াট্টু, হাম কামাল, খেল দাস কোহিস্তানি, মালিক রশিদ আহমদ, কায়সার আহমদ শেখ এবং মোহাম্মদ জুনাইদ আনোয়ার।

ফারুক

×