
ছবিঃ সংগৃহীত
কানাডার ভ্যাঙ্কুভারে একটি স্ট্রিট ফেস্টিভ্যালে গাড়ি তুলে দেওয়ার ঘটনায় বহু মানুষ নিহত ও আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
ভ্যাঙ্কুভার পুলিশ বিভাগ তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, শুক্রবার রাত ৮টার কিছু পরে একটি গাড়ি ফিলিপিনো সম্প্রদায়ের আয়োজিত একটি উৎসবে ভিড়ের মধ্যে ঢুকে পড়ে।
পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, ‘‘একাধিক ব্যক্তি নিহত এবং অনেকেই আহত হয়েছেন, যখন এক চালক ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেন।’’
তবে ঠিক কতজন নিহত বা আহত হয়েছেন, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, চালককে আটক করা হয়েছে।
দক্ষিণ ভ্যাঙ্কুভারের একটি পাড়ায় 'লাপু লাপু ডে' উৎসবটি চলছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, দীর্ঘ রাস্তার একাংশজুড়ে আহতরা ও ধ্বংসস্তূপ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, অন্তত সাতজনকে মাটিতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে।
ঘটনাস্থলে তোলা ছবিতে একটি কালো এসইউভির সামনের অংশ দুমড়েমুচড়ে থাকতে দেখা যায়।
চাইলে এর জন্য সংক্ষিপ্ত একটি সংবাদশিরোনাম বা ক্যাচি লাইনও সাজিয়ে দিতে পারি! চাইবেন?
মুমু