ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

আমজনতাকে যুদ্ধের জন্য প্রস্তুত করছে পোল্যান্ড সরকার, সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করার পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৪৩, ২৭ এপ্রিল ২০২৫; আপডেট: ১২:৪৭, ২৭ এপ্রিল ২০২৫

আমজনতাকে যুদ্ধের জন্য প্রস্তুত করছে পোল্যান্ড সরকার, সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করার পরিকল্পনা

ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই পোল্যান্ড সরকার সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো সংকট মোকাবিলায় প্রস্তুতি হিসেবে নিয়মিতভাবে বেসামরিক নাগরিকদের সামরিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সম্প্রতি, বন্দর শহর গিডিনিয়ায় অনুষ্ঠিত হয় একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি, যেখানে সেনাবাহিনীর সদস্য ছাড়াও নানা বয়সের মানুষ অস্ত্র চালনার প্রশিক্ষণ গ্রহণ করেন।

গিডিনিয়ার স্থানীয় বাসিন্দাদের জন্য এই প্রশিক্ষণ ক্যাম্প আয়োজন করে পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ‘ট্রেইনি উইথ আর্মি’ শীর্ষক এই প্রোগ্রামে কিশোর-কিশোরী থেকে শুরু করে প্রাপ্তবয়স্করা দলে দলে অংশ নেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর থেকে প্রতিবেশী দেশ পোল্যান্ডে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক আগেই জানিয়েছিলেন, সাধারণ নাগরিকদের যুদ্ধের জন্য প্রস্তুত করতে সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে। এরই অংশ হিসেবে সময় সময় নানা সামরিক প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হচ্ছে।

যুদ্ধ শুরুর পর পোল্যান্ডে সামরিক খাতে বাজেট কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। সরকার ২০২৭ সালের মধ্যে অন্তত এক লাখ নাগরিককে সামরিক প্রশিক্ষণ প্রদানের লক্ষ্য নির্ধারণ করেছে।

সুত্র: https://www.youtube.com/watch?v=dNHbqKuX7RU

মুমু

×