
শনিবার শ্রীনগরের দক্ষিণে পুলওয়ামার মুররান গ্রামে সন্ত্রাসী তকমা দিয়ে আহসান উল হক শেখের বাড়ি ধ্বংস করা হয়েছে।
২২ এপ্রিলের পেহেলগাম সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদ এবং তাদের সহানুভূতিশীলদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে প্রশাসন।
গত ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনী ছয়জন সন্ত্রাসীর বাড়িঘর ধ্বংস করেছে এবং "সন্ত্রাসের অবকাঠামো" ভেঙে ফেলার জন্য তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
পেহেলগাম হামলা নিয়ে ১০টি প্রধান আপডেট-
১. শনিবার শ্রীনগরে ৬০টিরও বেশি স্থানে অভিযান চালানো হয়েছে বলে পিটিআইকে জানিয়েছে জম্মু-কাশ্মীর পুলিশের একজন মুখপাত্র। অনন্তনাগ জেলাজুড়ে সন্দেহজনক চলাচল নজরদারিতে রাখতে মোবাইল গাড়ি চেকপয়েন্ট বসানো হয়েছে।
২. উত্তর প্রদেশে স্বল্পমেয়াদি ভিসায় থাকা প্রায় সব পাকিস্তানি নাগরিককে বহিষ্কার করা হয়েছে বলে পুলিশ পিটিআইকে জানিয়েছে। শুধু একজন বাদে সকলকে ফেরত পাঠানো হয়েছে। উত্তর প্রদেশের ডিজিপি প্রশান্ত কুমার বলেছেন, "ভারত সরকার ও উত্তর প্রদেশ সরকারের নির্দেশ অনুযায়ী বহিষ্কারের যোগ্য পাকিস্তানি নাগরিকদের উত্তর প্রদেশ থেকে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।"
৩. উত্তর প্রদেশ পুলিশের ডিজিপি প্রশান্ত কুমার রাজ্যের কাশ্মীরি শিক্ষার্থী, পর্যটক ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন যাতে তাদের সঙ্গে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।
৪. আসাম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পাকিস্তান পিপলস পার্টির চেয়ারপার্সন বিলাওয়াল ভুট্টো জারদারির সাম্প্রতিক ভারত-বিরোধী মন্তব্যের সমালোচনা করেছেন। তিনি বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত সন্ত্রাস নির্মূল করবে এবং সন্ত্রাসের অবকাঠামো ধ্বংস করবে। ভারতের জাতীয় নিরাপত্তা নিয়ে কোনো আপস হবে না।"
৫. এফবিআই প্রধান কাশ প্যাটেল পাহালগাম হামলার ঘটনার নিন্দা জানিয়ে ভারতের প্রতি সমর্থন প্রকাশ করেছেন। তিনি বলেন, "কাশ্মীরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার শিকারদের প্রতি আমাদের সমবেদনা। আমরা ভারত সরকারকে সম্পূর্ণ সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।"
৬. আম আদমি পার্টির (আপ) এমপি সঞ্জয় সিং কেন্দ্রকে পেহেলগাম হামলায় "নিরাপত্তার ফাঁকফোকর" থাকার অভিযোগ এনেছেন। তিনি বলেছেন, "এই মর্মান্তিক ঘটনার পর অল পার্টি মিটিংয়ে আমরা দাবি করেছি প্রধানমন্ত্রী যেন হামলাকারীদের ধ্বংস করেন।"
৭. বর্ষীয়ান কংগ্রেস নেতা মণি শংকর আইয়ার বলেছেন, "পেহেলগাম হামলা কি বিভক্তির অবশিষ্ট প্রশ্নগুলোরই প্রতিফলন?" তিনি প্রশ্ন তোলেন যে, আজও কি আমরা বিভাজনের জটিলতার মধ্যেই বাস করছি?
৮. ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান প্রধানমন্ত্রী মোদিকে ফোন করে পেহেলগাম হামলার নিন্দা জানিয়েছেন এবং আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে সন্ত্রাস দমনের উপর জোর দিয়েছেন।
৯. পেহেলগাম হামলায় নিহত শুভম দ্বিবেদীর স্ত্রী দাবি করেছেন, তার স্বামীকে শহিদের মর্যাদা দিতে হবে। তিনি বলেন, "আমার স্বামী নিজেকে হিন্দু বলে পরিচয় দিয়ে প্রাণ দিলেন এবং অনেকের জীবন বাঁচালেন।"
১০. জম্মু-কাশ্মীরের মন্ত্রীরা শনিবার বিভিন্ন রাজ্যে গিয়ে সংশ্লিষ্ট সরকারের সাথে সমন্বয় করছেন এবং সেখানে বসবাসরত কাশ্মীরি শিক্ষার্থী ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করছেন। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ মন্ত্রিপরিষদের সদস্যদের বিভিন্ন শহরে পাঠিয়েছেন যাতে কোনো হয়রানির ঘটনা না ঘটে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
মুমু