ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

পাকিস্তানি বন্ধুকে দাওয়াত দিয়ে বিপাকে অলিম্পিক স্বর্ণজয়ী ভারতীয় অ্যাথলেট

প্রকাশিত: ০৭:০৫, ২৭ এপ্রিল ২০২৫; আপডেট: ০৭:১৩, ২৭ এপ্রিল ২০২৫

পাকিস্তানি বন্ধুকে দাওয়াত দিয়ে বিপাকে অলিম্পিক স্বর্ণজয়ী ভারতীয় অ্যাথলেট

ছবি: সংগৃহীত

অলিম্পিক স্বর্ণপদকজয়ী ভারতীয় অ্যাথলেট নিরাজ চোপড়া সম্প্রতি তীব্র সমালোচনার মুখে পড়েছেন। কারণ, তিনি এক জ্যাভেলিন টুর্নামেন্টে পাকিস্তানি জ্যাভেলিন থ্রোয়ার আরশাদ নাদিমকে ভারতে আমন্ত্রণ জানিয়েছিলেন।

এক বিবৃতিতে ভারতের অন্যতম শীর্ষ এই অ্যাথলেট বলেন, ‘যা হচ্ছে চারিদিকে তাতে আমি একই সাথে মনঃক্ষুণ্ণ এবং ক্ষুব্ধ।’

এই বিতর্কের পেছনে রয়েছে কাশ্মীরের পহেলগামে সাম্প্রতিক জঙ্গি হামলা, যেখানে অন্তত ২৬ জন নিহত হন। হামলার ঘটনার পরে ভারত ও পাকিস্তানের সম্পর্ক চরম উত্তেজনায় পৌঁছায় এবং দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়।

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বিবৃতিতে নিরাজ চোপড়া আরও লিখেছেন, ‘আরশাদ নাদিমকে আমন্ত্রণটি পাঠানো হয়েছিল হামলার ঘটনার অন্তত দুই দিন আগে। এটা কেবল দুইজন অ্যাথলেটের মধ্যে সৌজন্যমূলক সম্পর্কের অংশ, এর চেয়ে বেশি কিছু নয়।’

তবে হামলার পরে আরশাদ নাদিম ভারতে আসার ইচ্ছা বাতিল করেন। এরই মধ্যে নিরাজের দেশপ্রেম নিয়েও প্রশ্ন উঠতে থাকে। অনেকে তাকে ‘দেশবিরোধী’ বলে কটাক্ষ করছেন। এ নিয়ে নিরাজ জানান, শুধু তাঁকে নয়, তাঁর পরিবারকেও কটূকথার শিকার হতে হচ্ছে।

ভারতের হয়ে দুইবার অলিম্পিক পদকজয়ী এই তারকা বিবৃতিতে আরও লেখেন, ‘বছরের পর বছর আমি আমার দেশের পতাকা বহন করি গর্বের সাথে। এখন যখন আমার দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে তাও আমার সাথে আমার পরিবারকেও টানা হচ্ছে এটা আমার জন্য নিদারুণ কষ্টের।’

ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তানি নাগরিকদের দেওয়া সব ভিসা ২৭ এপ্রিলের পর বাতিল হবে, এবং ভারতীয়দের পাকিস্তানে ভ্রমণ না করার পরামর্শও দেয়া হয়েছে।

নিরাজ চোপড়া ভারতের প্রথম এবং একমাত্র ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলেট, যিনি অলিম্পিকে সোনা জিতেছেন। সেইসঙ্গে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ন ও ডায়মন্ড লিগ জয়ী হিসেবেও তার বিশেষ সম্মান রয়েছে।

 

সূত্র: বিবিসি

রাকিব

×