
ছবি: সংগৃহীত
ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ ও সুরাট শহরে অভিযান চালিয়ে অবৈধভাবে বসবাসকারী এক হাজার ২৪ বাংলাদেশি নাগরিককে আটক করেছে রাজ্য পুলিশ।
পুলিশ জানিয়েছে, আহমেদাবাদ থেকে ৮৯০ জন এবং সুরাট থেকে ১৩৪ জনকে আটক করা হয়েছে। আহমেদাবাদের এক কর্মকর্তা জানান, গত শুক্রবার রাত ৩টা থেকে আহমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চ, এসওজি, ইডব্লিউও, জোন-৬ এবং সদর দপ্তরের সমন্বয়ে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চিরুনি অভিযান শুরু হয়। প্রাথমিকভাবে চার শতাধিক সন্দেহভাজন অভিবাসীকে আটক করা হলেও, পরে এই সংখ্যা বেড়ে ৮৯০-এ পৌঁছে।
আটকদের অধিকাংশকেই আহমেদাবাদ শহরের চান্দোলা লেক এলাকা থেকে ধরা হয়েছে। অপরদিকে, সুরাটে ১৩৪ জন অবৈধ বাংলাদেশিকে আটক করা হয়েছে।
গুজরাটের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংভি এই অভিযানে সন্তোষ প্রকাশ করে একে রাজ্য পুলিশের ‘ঐতিহাসিক বিজয়’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, বেআইনিভাবে বসবাসকারীদের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থান নিয়েছে। পুলিশ কর্মকর্তারাও এই অভিযানকে 'বেআইনি অভিবাসী ও অবৈধ দখলদারদের বিরুদ্ধে ঐতিহাসিক সার্জিক্যাল স্ট্রাইক' বলে মন্তব্য করেছেন।
(সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস)
এম.কে.