
ছবি: প্রতীকী
একটি এককালীন চুক্তির আওতায় সব জিম্মির মুক্তির বিনিময়ে গাজায় পাঁচ বছরের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। শনিবার (২৬ এপ্রিল) বার্তা সংস্থা এএফপি এ তথ্য নিশ্চিত করেছে।
নাম প্রকাশ না করার শর্তে হামাসের এক কর্মকর্তা জানান, হামাস এখন এক ধাপেই সব বন্দি বিনিময় এবং পাঁচ বছরের যুদ্ধবিরতির জন্য প্রস্তুত। মিশরের রাজধানী কায়রোতে মধ্যস্থতাকারীদের সঙ্গে হামাসের একটি প্রতিনিধি দলের বৈঠক হওয়ার কথা রয়েছে।
এর আগে, ইসরায়েল ১০ জন জীবিত জিম্মির মুক্তির বিনিময়ে গাজায় ৪৫ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দেয়। তবে ১৭ এপ্রিল হামাস সেই প্রস্তাব নাকচ করে দেয়।
হামাসের বরাবরই দাবি করে এসেছে, যুদ্ধবিরতির কোনো আংশিক চুক্তিতে তারা আর সায় দেবে না। পরবর্তী চুক্তিতে অবশ্যই গাজায় ইসরয়েলি বাহিনীর গণহত্যা বন্ধ, বন্দি বিনিময়, উপত্যকা থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার এবং মানবিক সহায়তা প্রবেশের নিশ্চয়তা থাকতে হবে।
অন্যদিকে, নেতানিয়াহু প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, পরবর্তী চুক্তিতে সব জিম্মির মুক্তি নিশ্চিত করতে হবে এবং হামাসসহ গাজার অন্যান্য সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত্রীকরণের নিশ্চয়তা দিতে হবে।
রাকিব