
প্রতীকী ও সংগৃহীত ছবি
কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তান উত্তেজনার মাঝেই ভারতের মধ্যপ্রদেশের শিবপুরী জেলায় ভারতীয় বিমান বাহিনীর এক যুদ্ধবিমানের থেকে শক্তিশালী ধাতব বস্তু পড়ে একটি বাড়ি বিধ্বস্ত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) ঘটা এই চাঞ্চল্যকর ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক, পাশাপাশি বিভিন্ন মহলে কৌতুক ছড়িয়ে পড়েছে।
প্রথমে স্থানীয়রা সেটিকে বোমা বলে মনে করলেও, পরে ভারতীয় বিমান বাহিনী জানায়, পড়ে যাওয়া বস্তুটি বিস্ফোরক না, সেটি ছিল একটি ‘ড্রপ ট্যাঙ্ক’, যা যুদ্ধবিমানের বহিরাগত জ্বালানি ট্যাঙ্ক। এই ট্যাংকগুলো বিমানের দীর্ঘ অভিযানের জন্য অতিরিক্ত জ্বালানি সরবরাহ করার ক্ষেত্রে ব্যবহৃত হয়।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধবিমান থেকে অসাবধানতাবশত ড্রপ ট্যাঙ্কটি পড়ে এই ক্ষতি হয়েছে। ভারতীয় বিমান বাহিনী এক বিবৃতিতে অনিচ্ছাকৃত এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং সম্পত্তির ক্ষতির জন্য নির্ধারিত প্রক্রিয়ায় ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে।
দুর্ঘটনায় শিবপুরীর শিক্ষক মনোজ সাগরের বাড়ির ছাদ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। বাড়ির ধ্বংসাবশেষে পার্ক করা একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার সময় মনোজ সাগর তার সন্তানদের সঙ্গে খাবার খাচ্ছিলেন এবং তার স্ত্রী রান্নাঘরে কাজ করছিলেন। বিকট শব্দে ছাদ ভেঙে পড়ে উঠানে ৮ থেকে ১০ ফুট গভীর একটি গর্ত সৃষ্টি হয়। সৌভাগ্যক্রমে, কেউ আহত হননি।
২০১৯ সালের পাকিস্তানের বালাকোটে ভারতীয় বিমান হামলার মতোই, এবারও এই ঘটনাটি নিয়ে বিভিন্ন মহলে কৌতুক ছড়িয়ে পড়েছে। সেই সময়ও ভুল টার্গেটে হামলার অভিযোগ উঠেছিল। এবার নিজের দেশেই নিজের জনগণের বাড়ি ধ্বংস করল ভারতীয় যুদ্ধবিমান, যা নিয়ে সমালোচনা এবং উদ্বেগ দুটোই বেড়েছে।
রাকিব