ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

জম্মু-কাশ্মীরে বিস্ফোরণে গুঁড়িয়ে দেওয়া হলো সন্দেহভাজন সন্ত্রাসীর বাড়ি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০১:২৭, ২৭ এপ্রিল ২০২৫; আপডেট: ০১:২৮, ২৭ এপ্রিল ২০২৫

জম্মু-কাশ্মীরে বিস্ফোরণে গুঁড়িয়ে দেওয়া হলো সন্দেহভাজন সন্ত্রাসীর বাড়ি

ছবি: সংগৃহীত

পাহালগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর জম্মু-কাশ্মীরে সন্ত্রাসীদের বিরুদ্ধে চলমান ব্যাপক অভিযানের অংশ হিসেবে আরও এক সন্দেহভাজন সন্ত্রাসীর বাড়িতে বিস্ফোরণ ঘটানো হয়েছে।

পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বাসিন্দা ফারুক আহমাদ তাদওয়ার কুপওয়ারা জেলার কালারুস এলাকার বাড়িটি শনিবার কর্তৃপক্ষের তত্ত্বাবধানে গুঁড়িয়ে দেওয়া হয়। এটি গত ৪৮ ঘণ্টায় ধ্বংস হওয়া ছয় সন্ত্রাসী বা তাদের সহযোগীর বাড়ির মধ্যে সর্বশেষ।

কাশ্মীর পুলিশ জানিয়েছে, সন্ত্রাসী নেটওয়ার্ক ভেঙে দিতে শনিবার শ্রীনগরের ৬০টিরও বেশি স্থানে একযোগে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে অস্ত্র, গুরুত্বপূর্ণ নথি, ডিজিটাল ডিভাইসসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।

পুলিশের এক মুখপাত্র বলেন, "জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বা সন্ত্রাসী কার্যক্রম শনাক্ত ও প্রতিরোধে প্রমাণ সংগ্রহ এবং গোয়েন্দা তথ্য আহরণের লক্ষ্যে এই অভিযান চালানো হয়েছে।"

তিনি আরও জানান, জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যক্রমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার মাধ্যমে পুরো সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করাই পুলিশের লক্ষ্য। শহরে শান্তি ও নিরাপত্তা রক্ষায় পুলিশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি সতর্ক করে দেন, সহিংসতা বা অবৈধ কার্যক্রমে জড়িত যে কাউকে কঠোর আইনি পরিণতি ভোগ করতে হবে।

পাহালগামের মতো হামলা ঠেকাতে উপত্যকার সর্বত্র সন্ত্রাসীদের সহযোগী ও সমর্থকদের খুঁজে বের করে ব্যবস্থা নিচ্ছে নিরাপত্তা বাহিনী।

গত মঙ্গলবার অনন্তনাগ জেলার পাহাড়ি পর্যটনকেন্দ্র 'মিনি সুইজারল্যান্ড' নামে পরিচিত বাইসারানে সন্ত্রাসীদের গুলিতে ২৬ জন নিহত হন, যাদের অধিকাংশই ভিনরাজ্যের পর্যটক। এ ঘটনায় ভারত-পাকিস্তান সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হামলাকারীদের "পৃথিবীর যে প্রান্তেই থাকুক, খুঁজে বের করে বিচার নিশ্চিত করার" ঘোষণা দিয়েছেন।

এছাড়া বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে অনন্তনাগের বিজবেহারা এলাকার সক্রিয় সন্ত্রাসী আদিল ঠোকার এবং পুলওয়ামার ত্রালের আসিফ শেখের বাড়ি উড়িয়ে দেয় নিরাপত্তা বাহিনী। আদিল ঠোকারকে পাহালগাম হত্যাযজ্ঞে সরাসরি জড়িত তিন সন্ত্রাসীর একজন হিসেবে চিহ্নিত করা হয়েছে। আসিফ শেখের সংশ্লিষ্টতাও উড়িয়ে দেওয়া হয়নি।

শুক্রবার রাতেও পুলওয়ামা, শোপিয়ান, কুপওয়ারা ও কুলগাম জেলায় চার সন্দেহভাজন সন্ত্রাসীর বাড়ি ভেঙে দেওয়া হয়।

অভিযানকালে দক্ষিণ কাশ্মীরের চারটি জেলাজুড়ে শত শত ওভারগ্রাউন্ড কর্মী (OGW) ও সমর্থককে আটক করা হয়েছে। হামলায় জড়িত সন্ত্রাসীদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে এই অভিযান চলছে বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী।
 

শহীদ

×