ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

অন্তিম শয়ানে পোপ ফ্রান্সিস

অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়েছেন ড. ইউনূস

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ২৩:১০, ২৬ এপ্রিল ২০২৫

অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়েছেন ড. ইউনূস

প্রধান উপদেষ্টা ড. ইউনূস শনিবার পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিতে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় প্রবেশ করছেন

রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার রোমের স্থানীয় সময় সকাল ১০টায় তিনি ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় যান প্রধান উপদেষ্টা। পোপ ফ্রান্সিসকে শেষ শ্রদ্ধা জানাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইউক্রেনের প্রেসিডেন্ট ভøাদিমির জেলেনস্কি এবং ব্রিটেনের প্রিন্স উইলিয়ামসহ কয়েক ডজন নেতা ও বিশিষ্ট ব্যক্তি সেন্ট পিটার্স স্কয়ারে ৪০ হাজার শোকার্ত মানুষের সঙ্গে অংশ নেন।

এ ছাড়া ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলি, জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এর আগে প্রয়াত পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শ্রদ্ধা জানাতে শুক্রবার ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় যান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। প্রয়াত পোপ ফ্রান্সিস বিশ্বজুড়ে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অধ্যাপক মুহাম্মদ  ইউনূসের কাজ এবং থ্রি জিরো কাজের জন্য যেখানে বেকারত্ব থাকবে না, দারিদ্র্য থাকবে না এবং শূন্য কার্বন নিঃসরণ হবে- এই দৃষ্টিভঙ্গির বড় সমর্থক ছিলেন। ভ্যাটিকান ২০০৬ সালের নোবেল শান্তি বিজয়ীর সঙ্গে রোমে একটি যৌথ ‘থ্রি জিরো’ উদ্যোগও চালু করেছিল।
শনিবার পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হচ্ছে। তিনি গত সোমবার ৮৮ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন। আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়ায় বলা হয়েছে, সেন্ট পিটার্স স্কয়ারে একটি বহুভাষিক প্রার্থনাসভার পর তাঁর কফিন নেওয়া হবে রোমের কেন্দ্রস্থলে অবস্থিত সান্তা মারিয়া মেজিওরে বাসিলিকায়, সেখানেই তাঁকে সমাহিত করা হবে।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার ভোর সাড়ে ৫টায় (বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায়) সেন্ট পিটার্স স্কয়ার উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আর কিছুক্ষণ পরেই স্থানীয় সময় সাড়ে ৯টায় (বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর স্ত্রী মেলানিয়া সেন্ট পিটার্স স্কয়ারে পৌঁছান। সকাল ১০টায় (বাংলাদেশ সময় বিকেল ৪টায়) কার্ডিনালদের কলেজের ডিন, ইতালির জিওভান্নি বাতিস্তা রে-এর নেতৃত্বে অন্ত্যেষ্টিক্রিয়ার মূল প্রার্থনাসভা শুরু হয়।
শুক্রবার সন্ধ্যায় কাঠ ও দস্তায় তৈরি পোপ ফ্রান্সিসের কফিনটি বাসিলিকার সামনে অস্থায়ীভাবে তৈরি একটি বেদির সামনে রাখা হয়। বেদির বামদিকে, সেন্ট পিটার্সের সম্মুখীন হয়ে লাল পোশাকে কার্ডিনালরা বসবেন। ডানদিকে বসবেন বিশ্বের বিভিন্ন দেশের সরকারিভাবে আগত প্রতিনিধি দলগুলো, নামের অক্ষর অনুসারে। প্রায় ৯০ মিনিট প্রার্থনা সভায় ২২৪ জন কার্ডিনাল এবং ৭৫০ জন যাজক ও বিশপ অংশ নেন।
প্রসঙ্গত, প্রধান উপদেষ্টা শুক্রবার কাতারের দোহা থেকে ইতালির রোমে গিয়ে পৌঁছান। আজ রবিবার সকাল ৮টায় (বাংলাদেশ সময় দুপুর ১২টা) তিনি রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি বিমানবন্দর ত্যাগ করবেন এবং সোমবার ভোরে দেশে পৌঁছানোর কথা রয়েছে তাঁর।
রোমের বাংলাদেশ হাউস পরিদর্শন ॥ ইতালির রোমে অবস্থিত (বাংলাদেশ দূতাবাস) বাংলাদেশ হাউস পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার দূতাবাস পরিদর্শনকালে সেখানে রাখা পরিদর্শন বইয়ে সই করেন তিনি।
রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে অধ্যাপক ইউনূস বর্তমানে ইতালিতে অবস্থান করছেন। শনিবার ভ্যাটিকান সিটিতে পোপের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। 
অন্তিম শয়ানে পোপ ফ্রান্সিস ॥ সব ধর্মীয় আচার-আনুষ্ঠানিকতা সম্পন্ন করার মাধ্যমে সমাহিত করা হয়েছে পোপ ফ্রান্সিসকে। ভ্যাটিকানের সীমানার বাইরে সান্তা মারিয়া ম্যাজোর ব্যাসিলিকায় শনিবার তাকে সমাহিত করা হয়। পোপের শেষকৃত্যানুষ্ঠানে চার লাখের বেশি মানুষ অংশ নেয়। এর আগে খ্রিস্ট ধর্মের প্রয়াত এই ধর্মগুরুর প্রতি মানুষ শেষ শ্রদ্ধা জানায়।
এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ অন্যান্য  বিশ্বনেতা উপস্থিত ছিলেন। ভ্যাটিকানের সেন্ট পিটার’স চত্বরে শুদ্ধানুষ্ঠান শেষে পোপের শেষ ইচ্ছানুযায়ী তার কফিন সান্তা মারিয়া ম্যাজোর ব্যাসিলিকায় নেওয়া হয়। 
ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেন্ট পিটার্স স্কয়ারে এবং কফিনবাহী শোভাযাত্রা যে পথ ধরে সান্তা মারিয়া ম্যাজোর গির্জায় গেছে তার দুই পাশে মানুষের ঢল নামে।
স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি দেশটির সংবাদ বিষয়ক অনুষ্ঠান টিজি ফাইভকে বলেন, আমাদের অনুমান সেন্ট পিটার্স স্কয়ার এবং রাস্তার পাশে অবস্থান নেওয়া লোকজন মিলিয়ে মোট অংশগ্রহণকারীর সংখ্যা চার লাখের কম নয়।  খবর আলজাজিরা ও বিবিসি অনলাইনের। 
 সান্তা মারিয়া ম্যাজোর একান্তে একটি সংক্ষিপ্ত প্রার্থনাসভা অনুষ্ঠিত হয়। তবে তা টেলিভিশনে সম্প্রচার করা হয়নি। কিছু মানুষ গির্জাটির ভেতরে জড়ো হন। রবিবার সকাল থেকে লোকজন ফ্রান্সিসের সমাধি পরিদর্শন করতে পারবেন। আর্জেন্টিনায় জন্ম নেওয়া ফ্রান্সিস ৮৮ বছর বয়সে গত সপ্তাহে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর পরপরই প্রায় দেড়শ’ কোটি অনুসারীর ক্যাথলিক চার্চ পোপ বিদায়ের প্রাচীন রীতি ও আনুষ্ঠানিকতা শুরু করে।
শ্রদ্ধা জানাতে বুধবার সকাল থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পোপের মরদেহ ষোড়শ শতাব্দীতে নির্মিত সেন্ট পিটার’স ব্যাসিলিকায় শায়িত রাখা হয়। এই সময়ের মধ্যে প্রায় আড়াই লাখ মানুষ তার প্রতি শেষ শ্রদ্ধা প্রদর্শন করেছেন। তারপর শনিবার সেন্ট পিটার’স চত্বরে স্থানীয় সময় সকাল ১০টা থেকে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার প্রার্থনাসভা শুরু হয়। এই প্রার্থনাসভা শেষ হওয়ার পর একটি বিশেষ গাড়িতে করে পোপের কফিন নিয়ে যাওয়া হয়। 
শনিবার থেকে নোভেমডায়ালস নামের নয় দিনের শোকের আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় প্রতিদিন ফ্রান্সিসের স্মরণে একটি করে প্রার্থনাসভা অনুষ্ঠিত হবে। এরপর তীর্থযাত্রী ও শোকার্ত মানুষজন রয়ে গেলেও অনেক বিদেশী নেতা রোম ছাড়বেন। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ কয়েকজন নেতা রোম ছেড়ে গেছেন। ১০০ বছরেরও বেশি সময় পর এই প্রথম কোনো পোপকে ভ্যাটিকানের বাইরে সমাহিত করা  হলো। এর আগে ১৯০৩ সালে পোপ ত্রয়োদশ লিও-কে ভ্যাটিকানের বাইরে সমাহিত করা হয়েছিল।

×