
ছবি: সংগৃহীত।
পেহেলগামে পর্যটকদের ওপর প্রাণঘাতী হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ তুলে সিন্ধু নদের পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত। এর জবাবে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, নয়াদিল্লির এই একতরফা পদক্ষেপ তাদের আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করে দেবে।
শুক্রবার জিও নিউজের ‘আজ শাহজেব খানজাদা কে সাথ’ অনুষ্ঠানে বিলাওয়াল বলেন, "যুদ্ধের সময়ও সিন্ধু চুক্তির মতো গুরুত্বপূর্ণ চুক্তি স্থগিত করা হয়নি। ভারত বর্তমানে যে পদক্ষেপ নিচ্ছে তা নজিরবিহীন। তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আন্তরিক নয়; বরং রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য পরিস্থিতি কাজে লাগাচ্ছে।"
জিও নিউজ জানায়, পেহেলগাম এলাকায় এক মনোরম স্থানে বন্দুক হামলায় ২৬ জন পর্যটক নিহত হন, যাদের মধ্যে একজন নেপালি নাগরিকও ছিলেন। এরপর ভারত পাকিস্তানের বিরুদ্ধে একতরফা পদক্ষেপ নিয়ে পানি বণ্টন চুক্তি স্থগিত করে, প্রধান স্থল সীমান্ত ক্রসিং বন্ধ করে দেয়, কূটনৈতিক সম্পর্ক সীমিত করে এবং ভিসা প্রত্যাহার করে।
প্রতিউত্তরে পাকিস্তান ভারতীয় কূটনীতিক ও সামরিক উপদেষ্টাদের বহিষ্কার করে এবং শিখ তীর্থযাত্রী ব্যতীত সব ভারতীয় নাগরিকের ভিসা বাতিল করে।
বিলাওয়াল বলেন, ভারতের এককভাবে সিন্ধু চুক্তি স্থগিতের কোনো অধিকার নেই। চুক্তিটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং বিশ্বব্যাংকসহ বিভিন্ন সংস্থা এতে সংশ্লিষ্ট। তিনি সতর্ক করে বলেন, "পানি অস্ত্র হিসেবে ব্যবহারের চেষ্টা দায়িত্বজ্ঞানহীন এবং অনৈতিক। এতে ভবিষ্যৎ প্রজন্ম সংঘাতের চক্রে আবদ্ধ হয়ে পড়বে।"
ভারতের কাশ্মীর নীতির সমালোচনা করে বিলাওয়াল বলেন, "৩৭০ অনুচ্ছেদ বাতিল কোনো সন্ত্রাসবিরোধী পদক্ষেপ ছিল না, বরং এটি রাজনৈতিক নিপীড়নের অংশ। নয়াদিল্লি কাশ্মীরে আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতা এড়াতে পাকিস্তানকে দোষারোপ করছে এবং প্রতিরোধ আন্দোলনকে সন্ত্রাসের সঙ্গে গুলিয়ে দিতে চাইছে। তবে বিশ্ব সম্প্রদায় এখন ভারতের এই কৌশল বুঝতে পারছে।"
তিনি আরও যোগ করেন, সন্ত্রাসের নিন্দায় বিশ্ব একমত হলেও, আন্তর্জাতিক চুক্তি ভঙ্গ বা পানি রাজনীতিকরণের ভারতের উদ্যোগে কেউ সমর্থন দেবে না। বিতর্কিত খাল প্রকল্প প্রসঙ্গে তিনি জানান, কেন্দ্রীয় সরকার দায়িত্বশীল সিদ্ধান্ত নিচ্ছে এবং যেকোনো চূড়ান্ত অনুমোদন সাধারণ স্বার্থ পরিষদের (সিসিআই) মাধ্যমে হবে।
সূত্র: https://www.youtube.com/watch?v=f7QFh0blpL8
সায়মা ইসলাম