ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

ইরানের বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৪, আহত ৫০০’র বেশি

প্রকাশিত: ২০:৪১, ২৬ এপ্রিল ২০২৫; আপডেট: ২০:৪৬, ২৬ এপ্রিল ২০২৫

ইরানের বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৪, আহত ৫০০’র বেশি

ছবি: সংগৃহীত

ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এতে অন্তত চারজন নিহত এবং ৫০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের ভবনগুলোর জানালার কাঁচ ভেঙে যায় এবং একটি ভবনের ছাদ ধসে পড়ে।

ঘটনাস্থলের অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, রাস্তায় আহত মানুষজন পড়ে রয়েছেন এবং চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ধসে পড়া ভবনের নিচে অনেকে আটকে পড়েছেন বলেও খবর পাওয়া গেছে। এলাকায় আগুনের লেলিহান শিখা এবং ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের দ্রুত উদ্ধার করে কাছাকাছি হাসপাতালে পাঠানো হচ্ছে। স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, ধসে পড়া ছাদের নিচে এখনও কিছু শ্রমিক আটকে রয়েছেন এবং তাদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনায়, বন্দরের একটি ওয়্যারহাউজে আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে। এরপর খোলা জায়গায় রাখা দাহ্য পদার্থে আগুন ছড়িয়ে ভয়াবহ বিস্ফোরণের সৃষ্টি হয়। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে বিস্ফোরণের মুহূর্তে মানুষকে আতঙ্কে ছোটাছুটি করতে দেখা গেছে।

দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা জানিয়েছেন, শাহিদ রাজাই বন্দরের ওয়ার্ফ এলাকায় রাখা একাধিক কনটেইনার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, কয়েক কিলোমিটার দূর থেকেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।   

সূত্র: https://www.aljazeera.com/news/2025/4/26/massive-explosion-fire-strike-iranian-port-city-of-bandar-abbas

আসিফ

×