
উত্তর কোরিয়ার নৌবহরে যুক্ত হলো নতুন মডেলের যুদ্ধজাহাজ। শনিবার নতুন এই মাল্টিপারপাস ডেস্ট্রয়ার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। ক্ষমতাসীন দল ওয়ার্কার্স পার্টির সেক্রেটারি জো চুন রিয়ংকে উদ্ধৃত করে উত্তর কোরীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, পাঁচ হাজার টনের যুদ্ধজাহাজটি সম্পূর্ণ আমাদের নিজস্ব মেধা, পরিশ্রম ও প্রযুক্তিতে তৈরি। সবচেয়ে শক্তিশালী অস্ত্রশস্ত্রে সজ্জিত যুদ্ধজাহাজটি তৈরিতে আমাদের সবমিলিয়ে চারশ’ দিনও প্রয়োজন হয়নি। খবর কেসিএনের। উদ্বোধনী অনুষ্ঠানে কিম জং উন বলেছেন, যুদ্ধজাহাজটি দ্রুতই নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হবে।
প্যানেল