
ইকুয়েডরের বন্দর নগরী এসমেরালডাসে শনিবার ৬.৩ মাত্রার একটি ভূমিকম্পে ৩০ জনেরও বেশি মানুষ আহত, ৮ শতাধিক ভবন ক্ষতিগ্রস্ত ও একটি বড় এলাকাজুড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ইকুয়েডরের জরুরি প্রতিক্রিয়া পরিষেবা সংস্থা জানিয়েছে, শক্তিশালী এই ভূমিকম্পে ৩২ জন আহত, ১৭৯টি বাড়ি ধ্বংস ও ৭১৬টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কম্পনটি রাজধানী কুইটো পর্যন্ত অনুভূত হয়। খবর ইয়াহু নিউজের।
৩৬ বছর বয়সী জেলে আন্দ্রেস মাফারে বন্দরের দিকে হেঁটে যাচ্ছিলেন। ঠিক তখনই শক্তিশালী ভূমিকম্পটির কারণে তিনি জোরে এক ফাটলের শব্দ শুনতে পান। এ সময় আন্দ্রেসের মাথার ওপরের তারগুলো কেঁপে ওঠে। তিনি বলেন, তার স্ত্রী ও দুই ছেলেকে খুঁজে বের করার জন্য দৌড়ে বাড়ি ফিরে যান। তিনি বলেন, আমি পাগলের মতো দৌড়ে গেলাম, তবে সেখানে পৌঁছে দেখলাম আমার বাড়ি ধ্বংস হয়ে গেছে।
প্যানেল