
পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার আগে রোমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার সেইন্ট পিটার’স ব্যাসিলিকায় হওয়া ১৫ মিনিটের এই বৈঠককে 'অত্যন্ত ফলপ্রসূ' বলে জানিয়েছে হোয়াইট হাউজ। খবর বিবিসির।
দুই পক্ষের কর্মকর্তারা বৈঠকের বিষয়টি নিশ্চিত করলেও আলোচনার বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। উল্লেখযোগ্য যে, গত ফেব্রুয়ারিতে ওয়াশিংটনের ওভাল অফিসে তীব্র বাদানুবাদের পর, এটাই ছিল ট্রাম্প ও জেলেনস্কির প্রথম সরাসরি সাক্ষাৎ।পোপ ফ্রান্সিসের ধর্মীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় ট্রাম্প-জেলেনস্কির পাশাপাশি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এবং ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভাসহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা অংশ নেন।
এর আগে শুক্রবার ট্রাম্প বলেন, রাশিয়া ও ইউক্রেন একটি চুক্তির কাছাকাছি পৌঁছেছে। এ মন্তব্য আসে মস্কোয় মার্কিন দূত স্টিভ উইটকফের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দীর্ঘ বৈঠকের পর। হোয়াইট হাউজের কমিউনিকেশন ডিরেক্টর স্টিভেন চিউং জানিয়েছেন, ট্রাম্প-জেলেনস্কি বৈঠক সম্পর্কে আরও বিশদ তথ্য পরে প্রকাশ করা হবে।
জানা গেছে, ইউক্রেন যুদ্ধ বন্ধের সমঝোতায় কিছু ভূখণ্ড ছাড়ার জন্য কিয়েভের ওপর চাপ সৃষ্টি করছেন ট্রাম্প। তবে ক্রিমিয়াসহ বিতর্কিত অঞ্চল ছাড়ার প্রস্তাব বারবার প্রত্যাখ্যান করেছেন জেলেনস্কি।
সূত্রঃ বিবিসি
রাজু