
ছবি: সংগৃহীত।
ভারতের গুজরাট রাজ্যের সুরাট ও আহমেদাবাদ থেকে ৫৫০ জনেরও বেশি বাংলাদেশি অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার (২৬ এপ্রিল) ভারতের বার্তাসংস্থা পিটিআইয়ের বরাতে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাঙ্ঘভির নির্দেশে শুরু হওয়া এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল অঞ্চলটিতে বসবাসরত বাংলাদেশি অবৈধ অভিবাসীদের চিহ্নিত করে আটক করা। পৃথক পৃথক অভিযানে আহমেদাবাদ ও সুরাট শহর থেকে এসব অবৈধ অভিবাসীকে আটক করা হয়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গুজরাট পুলিশের নেতৃত্বে স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি), ক্রাইম ব্রাঞ্চ, অ্যান্টি-হিউম্যান ট্রাফিকিং ইউনিট (এএইচটিইউ) এবং স্থানীয় পুলিশ ইউনিটগুলোর সমন্বিত অভিযানে শনিবার ভোরে সন্দেহভাজন অবৈধ অভিবাসীদের আটক করা হয়। কর্মকর্তারা নিশ্চিত করেছেন, আটককৃতরা বৈধ কাগজপত্র ছাড়াই ভারতে প্রবেশ করেছিল এবং জাল কাগজপত্র ব্যবহার করে বসবাস করছিল।
গুজরাট পুলিশের ডেপুটি কমিশনার (এসওজি) রাজদীপ সিং নাকুম জানিয়েছেন, যাচাই ও জিজ্ঞাসাবাদের পর আটককৃতদের নির্বাসন করা হবে। তিনি বলেন, "তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল এবং জাল নথিপত্র নিয়ে বসবাস করছিল। তদন্ত শেষে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে।"
আহমেদাবাদে অভিযানটি শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে শুরু হয়। অর্থনৈতিক অপরাধ শাখা এবং জোন ৬ সহ একাধিক শাখার দল এ অভিযান পরিচালনা করে। ডিসিপি অজিত রাজিয়ান জানিয়েছেন, চান্দোলা এলাকা থেকে ৪০০ জনেরও বেশি মানুষকে আটক করা হয়েছে।
যুগ্ম-পুলিশ কমিশনার (অপরাধ শাখা) শরদ সিংহল বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ কমিশনার এবং পুলিশ মহাপরিচালকের সরাসরি নির্দেশে অভিযান পরিচালিত হয়েছে। এর আগে ২০২৪ সালের এপ্রিল মাসে ১২৭ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছিল, যাদের মধ্যে ৭৭ জনকে ইতোমধ্যে নির্বাসন করা হয়েছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
সায়মা ইসলাম