ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

বিল গেটসের কনিষ্ঠ কন্যা ফোবি গেটসের বড় ঘোষণা

প্রকাশিত: ১৬:০০, ২৬ এপ্রিল ২০২৫

বিল গেটসের কনিষ্ঠ কন্যা ফোবি গেটসের বড় ঘোষণা

ছবি: সংগৃহীত।

বিশ্ববিখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা বিল গেটস ও মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসের কনিষ্ঠ কন্যা ফোবি গেটস চলতি বছরের শুরুতে একটি নতুন কর্মজীবন শুরু করেছেন।

২২ বছর বয়সী ফোবি, যিনি নিজেকে একজন "নেপো বেবি" (প্রভাবশালী পরিবারের সন্তান) বলে অভিহিত করেন, সম্প্রতি নতুন একটি পডকাস্ট চালু করেছেন। সাবেক বারস্টুল স্পোর্টস তারকা অ্যালেক্স কুপার প্রতিষ্ঠিত Unwell Network এর সৌজন্যে তার পডকাস্ট "The Burnouts" শুরু হয়। প্রথম পর্বে, স্ট্যানফোর্ডে পড়াশোনার সময়ের অভিজ্ঞতা এবং নতুন পণ্য তৈরির যাত্রা নিয়ে বন্ধু ও ব্যবসায়িক অংশীদার সোফিয়া কিয়ান্নির সঙ্গে আলোচনা করেন ফোবি।

ফোবি গেটস বলেন, “আমি অনেক সময় বিষয়গুলিকে এমনভাবে দেখি যে, ‘সানকেন কস্ট’ বলে কিছু নেই। অতীতে পড়া আইন বা মানব জীববিজ্ঞান বিষয়গুলো বর্তমানে আমাদের ফ্যাশন টেক প্রজেক্টের সাথে সরাসরি সম্পর্কিত না হলেও, দিক পরিবর্তন করার সুযোগ সবসময় থাকে। মানুষকে বুঝতে হবে, আপনি যেকোনো সময় সম্পূর্ণ ভিন্ন কিছু করার সিদ্ধান্ত নিতে পারেন।”

অবশেষে তাদের তৈরি সেই নতুন পণ্য ফিয়া অ্যাপ উন্মোচিত হয়েছে। গেটস এবং কিয়ান্নি তাদের এই অ্যাপকে বর্ণনা করেছেন "ফ্যাশনের জন্য গুগল ফ্লাইটস" হিসেবে।

তারা ২৪ এপ্রিল People ম্যাগাজিনকে দেওয়া এক বিবৃতিতে বলেন, “ক্রেতাদের প্রয়োজন মেটাতে এবং উদ্ভাবন ও আমাদের আগ্রহের সমন্বয়ে একটি ভিশন বাস্তবায়ন করা দারুণ রোমাঞ্চকর ছিল। প্রিয় জিনিসগুলো কেনা কঠিন, ব্যয়বহুল বা সময়ের অপচয় হওয়া উচিত নয়। এজন্য আমরা ফিয়া তৈরি করেছি — যাতে সেরা ডিল খুঁজে পাওয়া সহজ হয়।”

তারা আরও যোগ করেন, “ভাবুন এটি আপনার ব্যক্তিগত শপিং সঙ্গী হিসেবে, যেটি ফোন বা ল্যাপটপে সর্বদা সঙ্গে থাকবে এবং নিশ্চিত করবে আপনি কখনো বাড়তি দাম না দেন। ফিয়া হলো একটি এআই-চালিত টুল, যা মাত্র কয়েক সেকেন্ডে ৪০ হাজারের বেশি রিটেইল ও সেকেন্ডহ্যান্ড সাইটের দাম তুলনা করে। এখানে কোনো বিজ্ঞাপন নেই, কোনো অনন্ত সার্চ নেই — এক ক্লিকেই সেরা অপশন পেয়ে যাবেন, যাতে প্রতিবার সর্বোত্তম দামে কেনাকাটা করতে পারেন।”
 

সায়মা ইসলাম

×