ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

কবিতার মাধ্যমে পাক-ভারত উত্তেজনায় মধ্যস্থতার প্রস্তাব ইরানের

প্রকাশিত: ১৪:৫৭, ২৬ এপ্রিল ২০২৫; আপডেট: ১৪:৫৮, ২৬ এপ্রিল ২০২৫

কবিতার মাধ্যমে পাক-ভারত উত্তেজনায় মধ্যস্থতার প্রস্তাব ইরানের

ছবি: সংগৃহীত

জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষিতে ইরান মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাঘচি উভয় দেশকে "ভ্রাতৃপ্রতিম প্রতিবেশী" হিসেবে উল্লেখ করে এই সংকটময় সময়ে তেহরানের সহায়তার আগ্রহ প্রকাশ করেছেন।

তিনি বলেন, “ভারত ও পাকিস্তান ইরানের ঘনিষ্ঠ প্রতিবেশী, যাদের সঙ্গে আমাদের সম্পর্ক শতাব্দীপ্রাচীন সাংস্কৃতিক ও সভ্যতাগত বন্ধনে গাঁথা। এই জটিল সময়ে আমরা ইসলামাবাদ ও নয়াদিল্লির সঙ্গে যোগাযোগ রক্ষা করে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির জন্য প্রস্তুত।”

তিনি বিখ্যাত ফারসি কবি সাদী শিরাজির ১৩ শতকের কবিতা বানী আদম উদ্ধৃত করেন—
"মানবজাতি এক দেহের অঙ্গ,
একই সত্তা, একই আত্মার সঙ্গ,
একজন যদি ব্যথিত হয়,
অন্যজন থাকে না নির্ভার রয়।"

এই কবিতা আগে ২০০৯ সালে ইরানিদের উদ্দেশে এক নববর্ষ বার্তায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও উদ্ধৃত করেছিলেন।

এর পাশাপাশি সৌদি আরবও শান্তির আহ্বান জানিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক ডারের সঙ্গে পৃথকভাবে ফোনে কথা বলেন।

ভারত পাহেলগাম হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করেছে, যদিও পাকিস্তান এর সম্পৃক্ততা অস্বীকার করেছে। হামলার জবাবে ভারত সিন্ধু পানিচুক্তি স্থগিত করেছে, পাকিস্তানি কূটনীতিকদের বহিষ্কার করেছে, আটারি সীমান্ত বন্ধ করে দিয়েছে এবং ১ মে’র মধ্যে সব পাকিস্তানি নাগরিককে দেশত্যাগের নির্দেশ দিয়েছে।

জবাবে পাকিস্তান ভারতের বাণিজ্যিক ফ্লাইটের জন্য আকাশপথ বন্ধ করে এবং সব ধরনের দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিত করেছে।

লাইন অব কন্ট্রোলে (এলওসি) সামরিক উত্তেজনার খবরের মাঝে আন্তর্জাতিক সম্প্রদায় দ্রুত উত্তেজনা প্রশমনের আহ্বান জানাচ্ছে।

 

সূত্র: https://www.ndtv.com/world-news/india-pakistan-tensions-pahalgam-terror-attack-irans-mediation-offer-to-india-pakistan-with-a-13th-century-poem-8259590

আবীর

×