ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

কাশ্মীর ইস্যুতে ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য!

প্রকাশিত: ১৪:২৭, ২৬ এপ্রিল ২০২৫

কাশ্মীর ইস্যুতে ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য!

ছবি সংগৃহীত

ভারতের জম্মু ও কাশ্মীরের পাহালগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এই হামলাকে “ভয়াবহ” উল্লেখ করলেও ভারত-পাকিস্তানের মধ্যে কাশ্মীর ইস্যুতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের সম্ভাবনা নাকচ করে দেন।

শুক্রবার (২৫ এপ্রিল) এয়ারফোর্স ওয়ানে রোমগামী পথে সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প বলেন, “আমি ভারতেরও ঘনিষ্ঠ, পাকিস্তানেরও ঘনিষ্ঠ। ওরা তো হাজার বছর ধরে কাশ্মীর নিয়ে লড়াই করছে। এটা ১,৫০০ বছরের পুরনো ইস্যু। কালকের হামলাটা খুব খারাপ ছিল, সত্যিই খুব খারাপ। ৩০ জনেরও বেশি লোক মারা গেছে।”

কাশ্মীর সংকটে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার কোনো পরিকল্পনা রয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, “তারা একে অপরের সাথে বিষয়টা মিটিয়ে নেবে। সবসময়ই যেমন চলছে, তেমনই চলবে। আমি দুই দেশের নেতাদের ভালোভাবে চিনি। উত্তেজনা আছে, তবে সেটা নতুন কিছু নয়।”

আশিক

×