ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

সিন্ধুতে হয় পানি বইবে, না হয় ভারতীয়দের রক্ত বইবে: বিলাওয়াল ভুট্টো

প্রকাশিত: ১৩:১০, ২৬ এপ্রিল ২০২৫; আপডেট: ১৩:১৪, ২৬ এপ্রিল ২০২৫

সিন্ধুতে হয় পানি বইবে, না হয় ভারতীয়দের রক্ত বইবে: বিলাওয়াল ভুট্টো

ছবি: সংগৃহীত

কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর ভারত ও পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক আরও তীব্রতর হয়েছে। ওই হামলার পর ভারত সিন্ধু নদী পানি ভাগাভাগি চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নেয়, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।

ভারতের এমন পদক্ষেপের পর বিজেপি নেতারা পাকিস্তানকে একটুকুও পানি না দেওয়ার হুমকি দেয়, যার প্রতিক্রিয়া হিসেবে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)-এর চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি ভারতকে কঠোর সতর্কতা দেন।

তিনি বলেন, ভারত যদি সিন্ধু চুক্তি বাতিল করে, তবে তার ভয়াবহ পরিণতি হবে। তিনি আরও বলেন, সিন্ধু নদীতে পানি না প্রবাহিত হলে, ভারতীয়দের রক্তই প্রবাহিত হবে।

বিলাওয়াল আরও উল্লেখ করেন, ভারত সিন্ধু নদী নিয়ে যে আগ্রাসী মনোভাব প্রদর্শন করছে, তা কোনোভাবেই পাকিস্তান মেনে নেবে না। তিনি দাবি করেন, সিন্ধু সভ্যতার আসল উত্তরাধিকারী পাকিস্তান, এবং মোদি যতই বলুক, সিন্ধু সভ্যতার আসল উত্তরাধিকারী পাকিস্তানিরাই।

তার মতে, পাকিস্তানের জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ও ভারতের এই পানির ওপর নিয়ন্ত্রণের নীতিকে সমর্থন করবে না।

 

 

সূত্র: https://tribune.com.pk/story/2542272/indus-is-ours-either-our-water-will-flow-or-their-blood-will-bilawal-warns-modi

আবীর

×