ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

কেন সন্দেহভাজনের বাড়ি গুঁড়িয়ে দিল ভারতীয় প্রশাসন?

প্রকাশিত: ১২:১৮, ২৬ এপ্রিল ২০২৫

কেন সন্দেহভাজনের বাড়ি গুঁড়িয়ে দিল ভারতীয় প্রশাসন?

ছবি: সংগৃহীত

ভারতের জম্মু ও কাশ্মীরের পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির "দুনিয়ার শেষ প্রান্তেও হামলাকারীদের শাস্তি দেওয়া হবে" মন্তব্যের ২৪ ঘণ্টার মধ্যেই দুই সন্দেহভাজনের বাড়ি ধ্বংস করা হয়।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, ধ্বংস হওয়া বাড়িগুলোর ভেতরে বিস্ফোরক ছিল। তবে আনন্দবাজারসহ আরও কয়েকটি সূত্র দাবি করছে, বাড়ি দুটি ভারতীয় নিরাপত্তা বাহিনী ও জম্মু-কাশ্মীরের প্রশাসনই গুঁড়িয়ে দিয়েছে। একটি বাড়ি স্বয়ংক্রিয় বিস্ফোরকের মাধ্যমে উড়িয়ে দেওয়া হয় এবং অপরটি বুলডোজার ব্যবহার করে ভেঙে ফেলা হয়।

ভারতীয় পুলিশ হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে পাকিস্তানভিত্তিক সংগঠন লস্কর-ই-তৈয়বার তিন সদস্যকে চিহ্নিত করেছে। এরা হলেন আদিল হুসাইন থোকার, হাশিম মুসা ওরফে সোলেমান এবং আলী ভাই বা তালহা ভাই। তাদের মধ্যে আদিলের বাড়ি অনন্তনাগ জেলায় এবং আসিফ নামে আরেক সন্দেহভাজনের বাড়ি পুলওয়ামায়। আদিলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি ২০১৮ সালে পাকিস্তানে গিয়ে লস্কর-ই-তৈয়বার কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন এবং ভারতে ফিরে গোপনে সংগঠনটির হয়ে কাজ করছিলেন। আসিফের ভূমিকা এখনো তদন্তাধীন।

হামলায় জড়িতদের ধরতে পুলিশ প্রত্যেকের জন্য ২০ লাখ রুপি করে পুরস্কার ঘোষণা করেছে। পেহেলগাম হামলার প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে তিনজনের স্কেচ প্রকাশ করা হয়েছে। ভারতীয় পুলিশ দাবি করছে, হাশিম মুসা ও আলী ভাই পাকিস্তানি নাগরিক।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামের বৈসরান এলাকায় পর্যটকদের লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি চালায়। এতে ২৫ জন ভারতীয় ও একজন নেপালি পর্যটক নিহত হন। এটি সাম্প্রতিক বছরগুলিতে কাশ্মীরে ঘটে যাওয়া অন্যতম ভয়াবহ হামলা হিসেবে বিবেচিত হচ্ছে।

হামলার ফলে কাশ্মীরের পর্যটন শিল্পে বড় ধরনের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। ঘটনার পর পেহেলগাম এবং আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=vn_AZy7Lw_U

আবীর

×