
ছবিঃ সংগৃহীত
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে ২৫ জন পর্যটক ও একজন স্থানীয় বাসিন্দার মৃত্যুর পর ভারত-পাকিস্তানের উত্তেজনা তুঙ্গে উঠেছে। এ প্রেক্ষিতে ভারতের জলশক্তি মন্ত্রী সিআর পাতিল জানান, পাকিস্তানের দিকে এক ফোঁটাও পানি যেতে দেবেন না। এর প্রতিক্রিয়ায় পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “সিন্ধু নদে হয় পানি প্রবাহিত হবে, নয়তো বইবে ভারতীয়দের রক্ত।”
শুক্রবার (২৫ এপ্রিল) সিন্ধু প্রদেশের সুক্কুর জেলায় এক সমাবেশে বিলাওয়াল এই মন্তব্য করেন বলে জানিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন।
তিনি অভিযোগ করেন, ভারত সিন্ধু নদ ‘ডাকাতি’ করতে চাইছে। বিলাওয়ালের ভাষ্য, সিন্ধু সভ্যতার প্রকৃত উত্তরসূরিরা পাকিস্তানে বাস করে এবং তারা কোনোভাবেই নদীর ওপর নিজেদের দাবি ছাড়বে না।
পহেলগাম হামলার পর ভারত একতরফাভাবে সিন্ধু পানিবণ্টন চুক্তি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এ নিয়ে বিলাওয়াল বলেন, মোদি যতই সিন্ধু সভ্যতার উত্তরাধিকারের দাবি করুক না কেন, প্রকৃত উত্তরসূরিরা আজও পাকিস্তানে রয়েছে।
তিনি আরও বলেন, পাকিস্তান ও আন্তর্জাতিক সম্প্রদায় মোদির যুদ্ধকেন্দ্রিক নীতিকে বা সিন্ধুর পানি সরিয়ে নেওয়ার প্রস্তাবকে সমর্থন করবে না।
বিলাওয়াল ভুট্টো দাবি করেন, কোনো সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই ভিত্তিহীন অভিযোগের ওপর ভর করে ভারত অবৈধভাবে চুক্তি বাতিল করছে, যা নিজেদের ব্যর্থতা ঢাকতেই করা হচ্ছে।
মারিয়া