ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

গাজায় খাদ্যের মজুদ শেষ হওয়ার ঘোষণা দিলো জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:০৫, ২৬ এপ্রিল ২০২৫; আপডেট: ১১:২৯, ২৬ এপ্রিল ২০২৫

গাজায় খাদ্যের মজুদ শেষ হওয়ার ঘোষণা দিলো জাতিসংঘ

ছবিঃ সংগৃহীত

গাজায় খাদ্যের মজুদ ফুরিয়ে আসছে বলে জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)। প্রায় দুই মাস ধরে ইসরায়েলের অবরোধের কারণে এ সংকট সৃষ্টি হয়েছে।

বিশ্ব খাদ্য কর্মসূচির সহায়তায় যে সব দাতব্য সংস্থা এত দিন গাজাবাসীর কাছে খাদ্য সরবরাহ করছিল, তাদের জন্য সর্বশেষ চালান পাঠানো হয়েছে। জাতিসংঘের মতে, কয়েক দিনের মধ্যেই গাজায় পুরোপুরি খাদ্য সংকট দেখা দিতে পারে। অবরোধের কারণে অন্যান্য সরবরাহ পথ বন্ধ হয়ে যাওয়ায়, গাজার প্রায় ২০ লাখ মানুষের ৮০ শতাংশই এসব দাতব্য সংস্থার দেওয়া খাবারের ওপর নির্ভরশীল।

তেল আবিব গত দুই মাস ধরে গাজায় খাদ্য, জ্বালানি এবং ওষুধসহ সব ধরনের পণ্যের প্রবেশ বন্ধ রেখেছে।

সূত্র: https://www.youtube.com/watch?v=QwQe2HozQog

×