
ছবি : সংগৃহীত
চরম প্রতিদ্বন্দ্বী প্রতিবেশী ভারতের সঙ্গে যুদ্ধের সম্ভাবনা বাড়তে থাকায় ইসলামাবাদে একটি বিশেষ "অপারেশন রুম" চালু করেছে পাকিস্তান। রাজস্থানের মরুভূমিতে ভারতের যুদ্ধ প্রস্তুতির খবর প্রকাশ্যে আসার পরই পাকিস্তান এই উদ্যোগ নেয়।
এই অপারেশন রুমটি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হচ্ছে এবং এখানে ভারত-পাকিস্তান সম্পর্ক, সীমান্ত পরিস্থিতি, কূটনৈতিক গতিবিধি ও নিরাপত্তা ইস্যুগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সম্প্রতি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এই অপারেশন রুম পরিদর্শন করেন। তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সতর্কতা ও প্রস্তুতির জন্য ধন্যবাদ জানান।
বিশ্লেষকদের মতে, এই অপারেশন রুম কেবল অভ্যন্তরীণ প্রস্তুতির অংশ নয়, বরং আন্তর্জাতিক মহলে পাকিস্তানের একটি দায়িত্বশীল এবং সতর্ক অবস্থান তুলে ধরার কৌশল হিসেবেও কাজ করছে।
উল্লেখ্য, গেল মঙ্গলবার কাশ্মীরে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হয়। এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে। ভারত পাকিস্তানকে দায়ী করে দেশটির নাগরিকদের ভিসা বাতিল করে, সিন্ধু পানি চুক্তি স্থগিতসহ একাধিক কড়া পদক্ষেপ নেয়। জবাবে পাকিস্তানও ভারতের নাগরিকদের ভিসা বাতিল করে, দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিত ও আকাশসীমা বন্ধের ঘোষণা দেয়।
আঁখি