
ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া ও ইউক্রেন একটি শান্তি চুক্তির "খুব কাছাকাছি" চলে এসেছে। এর আগে মস্কোতে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে গোপন বৈঠক হয়। বৈঠকে ইউক্রেনের কেউ উপস্থিত ছিল না।
ট্রাম্প জানান, “অধিকাংশ মূল বিষয়ে একমত হওয়া গেছে।” অন্যদিকে ক্রেমলিন বৈঠকটিকে “গঠনমূলক” বলে অভিহিত করে।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এক ভিডিও বার্তায় বলেন, রাশিয়াকে নিঃশর্ত যুদ্ধবিরতির জন্য চাপ দেওয়া দরকার। তিনি জানান, যুদ্ধবিরতির পরেই ভূখণ্ড নিয়ে আলোচনা সম্ভব।
যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুযায়ী, রাশিয়া দখলকৃত অঞ্চল যেমন ক্রিমিয়া ও লুহানস্ক নিজেদের কাছে রাখতে পারবে। এই প্রস্তাবে ইউক্রেনের ন্যাটোতে যোগদানের পথও বন্ধ করা হয়েছে। ইউক্রেন এবং ইউরোপীয় দেশগুলো কেবল যুদ্ধবিরতির পর এই বিষয়গুলো নিয়ে আলোচনায় রাজি।
ট্রাম্প একে “ভালো অগ্রগতি” বলে উল্লেখ করেছেন এবং বলেন, প্রতি সপ্তাহে প্রায় ৫,০০০ মানুষ প্রাণ হারাচ্ছে—তাই তিনি দ্রুত শান্তি চান।
জেলেনস্কি জানান, রাশিয়ার ওপর পর্যাপ্ত চাপ না থাকায় তারা উত্তর কোরিয়া থেকে ক্ষেপণাস্ত্র এনে কিয়েভে হামলা চালিয়েছে, যাতে ১২ জন নিহত হয়। তিনি অভিযোগ করেন, হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রে ১১৬টি বিদেশি উপাদান ছিল, যার বেশিরভাগই যুক্তরাষ্ট্রে তৈরি।
বৈঠকের আগে মস্কোয় এক বিস্ফোরণে একজন রুশ জেনারেল নিহত হন। রাশিয়া এর জন্য ইউক্রেনকে দায়ী করেছে, যদিও কিয়েভ এ বিষয়ে কিছু বলেনি।
সূত্র: https://www.bbc.com/news/articles/c9dj4402qejo
আবীর