ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

অবরোধ, ক্ষুধা ও মৃত্যু: এই পথের শেষ কোথায় গাজাবাসীর?

প্রকাশিত: ০৯:১০, ২৬ এপ্রিল ২০২৫

অবরোধ, ক্ষুধা ও মৃত্যু: এই পথের শেষ কোথায় গাজাবাসীর?

ছবি সংগৃহীত

গাজা উপত্যকায় মানবিক সংকট পৌঁছেছে এক ভয়াবহ পর্যায়ে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) জানিয়েছে, গাজায় তাদের গুদামে আর কোনো খাদ্য মজুদ নেই। ফলে সেখানে দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হয়েছে, যা দ্রুত বিস্তার লাভ করছে।

গাজার দেইর আল-বালাহ শহর থেকে সাংবাদিক তারেক আবু আজজুম জানিয়েছেন, ইসরায়েলের ধারাবাহিক অবরোধের কারণে সীমান্ত বন্ধ থাকায় খাবার সরবরাহ বন্ধ হয়ে গেছে। একইসঙ্গে স্থানীয় বাজারে খাবারের মূল্যও আকাশচুম্বী হয়ে উঠেছে, যা সাধারণ মানুষের নাগালের বাইরে।

খাদ্যাভাব এবং চিকিৎসা সামগ্রীর সংকটে এখন গাজার মানুষ একেবারে ‘ব্রেকিং পয়েন্টে’ পৌঁছে গেছে। শিশু, নারী ও বয়স্করা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দিন দিন ভয়াবহ হয়ে উঠছে এই পরিস্থিতি।

এমন সংকটের মধ্যে আন্তর্জাতিক মহল থেকে ক্রমেই জোরালো হচ্ছে চাপ। বিভিন্ন মানবাধিকার সংস্থা ও জাতিসংঘের পক্ষ থেকে ইসরায়েলের প্রতি আহ্বান জানানো হয়েছে।যেন তারা সহিংসতা কমিয়ে গাজার ভেতরে আরও বেশি মানবিক সহায়তা প্রবেশ করতে দেয়। সূত্র: আল জাজিরা

আশিক

×