
ছবি সংগৃহীত
ভারত-পাকিস্তান সম্পর্ক আরও একবার উত্তপ্ত হয়ে উঠেছে সিন্ধু নদকে কেন্দ্র করে। সম্প্রতি জম্মু-কাশ্মিরের পেহেলগ্রামে একটি সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬ জন নিহত হন। ভারত সরাসরি পাকিস্তানের দিকে অভিযোগের আঙুল না তুললেও, পরোক্ষভাবে জড়িত থাকার অভিযোগ এনে দেশটি ১৯৬০ সালের সিন্ধু নদ পানি চুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল) এক্স (পূর্বতন টুইটার)-এ এক পোস্টে ভারতের জলশক্তিমন্ত্রী সিআর পাতিল জানান, “পাকিস্তানে যেন সিন্ধু নদের এক ফোঁটা পানিও না যায়, সে ব্যবস্থা নেওয়া হবে।” তিনি বলেন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর সঙ্গে বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং একটি রোডম্যাপ তৈরি করা হয়েছে। সেখানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি তিনটি পর্যায়ের পরিকল্পনা রয়েছে।
পাতিল জানান, নদীর প্রবাহ ঘুরিয়ে দেওয়ার কাজ শুরু হচ্ছে শিগগিরই। ইতোমধ্যে ড্রেজিং কাজের পরিকল্পনা করা হয়েছে। তবে তিনি স্বীকার করেন, বর্তমানে ভারতে এমন কোনো অবকাঠামো নেই যা দিয়ে সিন্ধুর পানি পুরোপুরি আটকে দেওয়া সম্ভব। তা সত্ত্বেও তিনি আশ্বস্ত করেন যে ভবিষ্যতে এই কাজ সম্ভব করে তোলার জন্য সরকার তৎপর।
ভারতের এই ঘোষণার প্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। ইসলামাবাদ হুঁশিয়ারি দিয়েছে, “সিন্ধু নদ থেকে পানির প্রবাহ বন্ধের যেকোনো পদক্ষেপকে যুদ্ধ ঘোষণার সামিল হিসেবে দেখা হবে এবং আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব।” সূত্র: ইকোনোমিক টাইমস
আশিক