ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

এক ফোঁটা পানিও যাবে না পাকিস্তানে, পানি বন্ধের হুমকি সি আর পাতিলের

প্রকাশিত: ০৭:৫১, ২৬ এপ্রিল ২০২৫

এক ফোঁটা পানিও যাবে না পাকিস্তানে, পানি বন্ধের হুমকি সি আর পাতিলের

ছবিঃ সংগৃহীত

ভারত সিন্ধু নদীর পানির একটি ফোঁটাও পাকিস্তানে না যাওয়ার ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন দেশটির জলশক্তি মন্ত্রী সিআর পাতিল। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে এই বিষয়ে একটি রোডম্যাপ প্রস্তুত করা হয়েছে বলে জানান তিনি। ভারত সরকার ইতোমধ্যে পানি প্রবাহ বন্ধে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।

মন্ত্রী আরও জানান, নদীর প্রবাহ বন্ধে শিগগিরই ড্রেজিং কাজ সম্পন্ন হবে এবং পানির গতি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এই সিদ্ধান্তের জবাবে পাকিস্তান হুমকি দিয়ে বলেছে, ভারত যদি পানি আটকে দেয়, তবে তা যুদ্ধ ঘোষণার সমতুল্য হবে।

এদিকে, কাশ্মীরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি ভিসা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে নাগরিকদের নিজ নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে ভারত এবং পাকিস্তান সরকার। এতে বহু পরিবারকে বিচ্ছিন্ন হয়ে পড়তে হচ্ছে; মা-বাবার সঙ্গে সন্তানদেরও জোরপূর্বক আলাদা হয়ে যেতে হচ্ছে।

উল্লেখ্য, সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছে। সাম্প্রতিক উত্তেজনা এ অঞ্চলে আরও সংকট তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তথ্যসূত্রঃ https://youtu.be/nuE3lU2VETQ?si=uc0aVKW13h-Vt19Q

মারিয়া

×