ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

যুক্তরাষ্ট্রজুড়ে আবারো ট্রাম্প বিরোধী বিক্ষোভ !

প্রকাশিত: ০০:৩১, ২৬ এপ্রিল ২০২৫

যুক্তরাষ্ট্রজুড়ে আবারো ট্রাম্প বিরোধী বিক্ষোভ !

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভে নেমেছেন হাজার হাজার মানুষ। স্থানীয় সময় শনিবার (১৯ এপ্রিল) ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক, শিকাগোসহ দেশটির প্রধান শহরগুলোতে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বিক্ষোভকারীরা মূলত ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি, সরকারি চাকরিতে ছাঁটাই, গাজা ও ইউক্রেনসংক্রান্ত অবস্থানের প্রতিবাদ জানাতে রাস্তায় নামেন। হোয়াইট হাউসের সামনে তারা নানা স্লোগান ও ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে অবস্থান নেন।

বিক্ষোভকারীদের অনেকেই অভিবাসীদের পক্ষে এবং ট্রাম্প প্রশাসনের বিতাড়নের বিরুদ্ধে স্লোগান দেন। এছাড়া যেসব বিশ্ববিদ্যালয় সরকারি তহবিল হারানোর হুমকির মুখে, তাদের প্রতিও সংহতি জানান তারা।

ওয়াশিংটনের লাফায়েট স্কয়ারে এক বিক্ষোভকারী বলেন, “ট্রাম্প প্রশাসন এখন অভিবাসীদের বিতাড়নে আইনকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এই অবস্থায় আমরা প্রতিবেশীদের রক্ষায় একটি প্রতিরোধ নেটওয়ার্ক গড়ে তোলার চেষ্টা করছি।”

বিক্ষোভে অংশ নেওয়া অনেককে ফিলিস্তিনি পতাকা ও কেফিয়েহ পরে থাকতে দেখা যায়। তারা ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিবাদে 'ফ্রি প্যালেস্টাইন' স্লোগান দেন। অন্যদিকে, ইউক্রেনপন্থিরা ইউক্রেনের পতাকা হাতে নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্র সরকারের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় এসে ট্রাম্প প্রশাসন বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত নেয়। এর মধ্যে রয়েছে নতুন সরকারি দক্ষতা বিভাগ (ডিওজিই) গঠন এবং এর দায়িত্ব ইলন মাস্ককে দেওয়া। এরপর থেকেই কেন্দ্রীয় সরকারের প্রায় ২ লাখের বেশি পদ বাতিল করা হয়েছে।

এছাড়া, সাম্প্রতিক সময়ে ট্রাম্প প্রশাসন বেশ কিছু বিদেশি শিক্ষার্থীকে গ্রেপ্তার করে দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে। অনেকেই দাবি করছেন, এই শিক্ষার্থীরা ফিলিস্তিনপন্থি আন্দোলনে অংশ নেওয়ার কারণেই টার্গেট হয়েছেন। প্রশাসনের জলবায়ু ও স্বাস্থ্যনীতি নিয়েও সমালোচনা চলছে।

ওয়াশিংটন মনুমেন্টের পাশে বিক্ষোভকারীদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল, “ঘৃণা কোনো জাতিকে মহান করে না” এবং “সবার জন্য সমান অধিকার মানেই আপনার অধিকার কমে যাওয়া নয়।”

এদিকে ‘৫০৫০১’ নামের একটি সংগঠন আগামী ১ মে ‘মে ডে স্ট্রং’ বা ‘মে দিবসের শক্তি’ শিরোনামে যুক্তরাষ্ট্রজুড়ে আরেক দফা বিক্ষোভের ডাক দিয়েছে।

আসিফ

×